চটজলদি ত্বকে জেল্লা ফেরাতে অনেকেই মুখে বরফ ঘষে বা বরফ জলে মুখ ডুবিয়ে রাখে। এই পদ্ধতি তারকাদের মধ্যেও এখন বেশ জনপ্রিয়। এখন কথা হল, মুখে ঘন ঘন বরফ ঘষা বা বরফ দিয়ে রূপচর্চা কতটা উপকারী? এর খারাপ দিক কি আছে? কাদের জন্য তা ক্ষতিকর হতে পারে? সবটা জেনে নিন।

বরফের উপকারিতা
১। ত্বকের ফোলাভাব ও লালচে ভাব কমায়
২। রক্ত সঞ্চালন বাড়িয়ে ফ্রেশ লুক দেয়
৩। ওপেন পোরসগুলোকে সাময়িকভাবে ছোট দেখায়
৪। ব্রণের লালচে ভাব, ব্যথা ও প্রদাহ কমিয়ে দিতে সাহায্য করে
কাদের জন্য বরফ ক্ষতিকর হতে পারে
১। অত্যন্ত সেনসিটিভ স্কিন – সরাসরি বরফ লাগালে র্যাশ বা লাল দাগ হতে পারে।

২। রোসেসিয়া বা একজিমা রোগী – বরফে সংস্পর্শে চুলকানি, ফোস্কা বা ফুলে যেতে পারে।
৩। ঠান্ডা অ্যালার্জি – ঠান্ডা, ত্বকের অবস্থা আরও খারাপ করতে পারে।
৪। অতিরিক্ত শুষ্ক ত্বক – বরফে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে।
ব্যবহারের সঠিক পদ্ধতি
১। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। পাতলা কাপড়ে মুড়িয়ে নিয়ে ব্যবহার করুন।
২। একবারে দীর্ঘ ১-২ মিনিট এর বেশি সময় ধরে ব্যবহার করবেন না।
৩। দিনে ১-২ বারই যথেষ্ট।
৪। বরফ ঘষার আগে ও পরে ময়েশ্চারাইজার লাগান।

৫। ব্রণর জন্য গ্রিন টি, শসা বা অ্যালোভেরা আইস কিউব ব্যবহার করতে পারেন।