শীত এসে গেছে। শীত মানেই বিয়ের সিজন, আজ এই পার্টি তো কাল ঐ পার্টি। কিন্তু শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে থাকে খসখসে। ফলে মেক-আপ বসতে চায় না আর ভালো দেখায় না। তাই আজ আপনাদের জন্য থাকছে শীতের মেক-আপ নিয়ে কিছু টিপস।
ময়েশ্চারাইজারঃ মেক-আপ শুরুর আগে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। ড্রাই স্কিনে অয়েল বেসড ময়েশ্চারাইজার, অয়েলি স্কিনে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন স্কিনের টি-জোনে অয়েল ফ্রি ও বাকি অংশে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান।
ফাউন্ডেশনঃ শীতে ডিউই /শাইনি ফিনিস দেয় এমন ফাউন্ডেশন বেশি কার্যকর। স্কিন টোনের সঙ্গে শেড মিলিয়ে নেওয়া জরুরী। হালকা মেক-আপ করতে চাইলে ফাউন্ডেশনের বদলে বেছে নিন বি.বি ক্রিম।
কন্সিলারঃ ডার্ক সার্কেল, ব্রণের দাগ ও ডার্ক স্পট ঢাকতে বেছে নিন লিকুইড বা ক্রিম কন্সিলার।
কমপ্যাক্ট পাউডারঃ শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, অতিরিক্ত শুষ্ক করবে না।
চোখের সাজঃ বেছে নিন ফ্রস্টি, ক্রিমি শিমারী আইস্যাডো। স্মোকি লুক বেশ মানাবে রাতের পার্টিতে। শীতকালে ঘাম কম হয়, তাই ওয়াটার প্রুফ মাসকারা না হলেও চলে। চোখের ল্যাশ লাইন ও ওয়াটার লাইনে কাজল পরুন মোটা করে। এতে চোখ বেশি হাইলাইট হবে।
ব্লাশঃ পাউডার ব্লাশের বদলে বেছে নিন ক্রিমি ব্লাশ। ফেয়ার স্কিন টোনের জন্য গোলাপি শেড। একটু চাপা টোন হলে পিচ শেড।