আজকাল মেয়েরা ওপেন হেয়ারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবুও কখনও কখনও রকমারি পোশাক আর সাজের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল না করলে কি চলে? কিন্তু, মুশকিলটা হয় এর পরে। সারাদিন পর সেই চুল খুলতে গিয়ে চুলে জট ও গিঁট পরে তা ছাড়াতে গিয়ে নাজেহাল হতে হয়। তারপর ধৈর্য্য হারিয়ে হাতে উঠে আসে এক গোছা চুল। আসলে, চুল ডিট্যাঙ্গেল করা একটি সময়সাপেক্ষ এবং ধৈর্য্যের কাজ। তবে আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে না। কারণ এবার ঝুট-ঝামেলা ছাড়া খুব সহজেই চুলের জট ছাড়িয়ে ফেলতে পারবেন।
বাড়িতে একটা DIY হেয়ার ডিট্যাঙ্গেল স্প্রে বানিয়ে নিন। কীভাবে? খুব সহজ পদ্ধতি।
আপনার যা দরকার তা হল:
– একটি স্প্রে বোতল
– গরম জল
– লিভ-ইন কন্ডিশনার
– পরিমাণ করার জন্য একটি কাপ
– এসেনশিয়াল অয়েল (অপশনাল)
পদ্ধতিঃ
- স্প্রে বোতলে আপনার পছন্দমতো লিভ-ইন হেয়ার কন্ডিশনারটি ৩ টেবিল-চামচ ঢেলে দিন। এটি চুলের স্ট্রেন্ডে আটকে থাকা আর্দ্রতার কু-প্রভাবের হাত থেকে চুলকে গার্ড করে এবং চুলকে ডিট্যাঙ্গেল করতে সাহায্য করে। হেয়ার ওয়াশ করার পর আধ-শুকনো চুলে লিভ-ইন কন্ডিশনার লাগালে চুল ফ্রিজ হবে না, ব্রেকেজ আর স্প্লিট এন্ডস্ হওয়ার মাত্রাও কমবে।
- স্প্রে বোতলে প্রায় ৫০০ml গরম জল যোগ করুন। আপনি যদি জলের পরিমাপ বুঝতে নাও পারেন, তবে জল ভরে বোতলের উপরের দিকে দুই ইঞ্চি ফাঁকা রাখুন, যাতে বোতলের উপাদানগুলোকে ঝাঁকানো যায়। জল খুব গরম বা খুব ঠান্ডা হয়ে মাঝারি হলেই ভালো।
- আপনার চুলের ধরন, গঠন এবং প্রয়োজনের উপর নির্ভর করে একটি এসেনশিয়াল অয়েল বেছে নিন, যা আপনি আপনার ডিট্যাঙ্গেল স্প্রেতে যোগ করতে চান। যদিও এটা অপশনাল। তবে, কয়েক ফোঁটা যোগ করা ভালো। কারণ, ল্যাভেন্ডারে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং রোজমেরি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। আপনি লেমনগ্রাস এসেনশিয়াল অয়েলও বেছে নিতে পারেন, যা মাথার স্ক্যাল্প পরিষ্কার করে। এছাড়া ক্যামোমাইল নিতে পারেন, এটি চুলকে সাইনি আর স্মুদ করে।
- মিশ্রণটি ভালোভাবে মেশানোর জন্য স্প্রে বোতলটি ভালো করে শেক করে নিন। এটি ব্যবহার করার আগে প্রতিবার এটিকে ঝাঁকিয়ে নেওয়া ভাল, যাতে সঠিকভাবে পুরো চুলে স্প্রে হয়। বানানোর পরই স্প্রেটি ব্যবহার করতে পারবেন। হেয়ার ওয়াশের পরে চুলকে পার্ট পার্ট করুন এবং প্রতিটি অংশে দুই থেকে তিনবার স্প্রে করুন। তাহলে পুরো চুলে ভালভাবে অ্যাবসর্ব হবে। তারপরে খুব সহজেই একটি প্যাডেল ব্রাশের সাহায্যে আস্তে আস্তে চুল ডিট্যাঙ্গেল করুন।
জীবনের জট ছাড়ুক বা না ছাড়ুক, এইভাবে স্প্রেটি ব্যবহার করলে আপনার চুলের জট ছাড়তে বাধ্য।