ঠোঁট কালো হয়ে যাওয়া অনেকেরই সাধারণ সমস্যা। সূর্যের তাপ, ধূমপান, জল কম খাওয়া, ভুল লিপস্টিক বা অযত্নের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপি রঙ হারিয়ে যায়। তবে চিন্তার কিছু নেই। কেমিক্যাল ছাড়াও ঘরোয়া উপায়ে ঠোঁটের রঙ আবার ফিরিয়ে আনা সম্ভব। ঘরেই থাকা কয়েকটি সহজ উপাদান এবং নিয়মিত যত্ন আপনার ঠোঁটকে আবার করে তুলতে পারে নরম, কোমল ও প্রাকৃতিকভাবে গোলাপি।

১। লেবু ও মধু প্যাক
১ চামচ মধু, ১ চামচ লেবু আর ১ চামচ ঘি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট পর একটি টিস্যু দিয়ে হালকাভাবে মুছে ফেলুন। রোজ রাতে নিয়মিত লাগান, দেখবেন ঠোঁট উজ্জ্বল হবে।

২। সুগার স্ক্রাব
কয়েক ফোঁটা অলিভ অয়েলের সাথে ১ চামচ চিনি মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করুন। এই স্ক্রাবটি দিয়ে ঠোঁট ম্যাসাজ করে নিন। চিনি ঠোঁটের ডেড স্কিন সেলস দূর করে, অলিভ অয়েল ঠোঁটের ড্রাইনেস ও কালচেভাব দূর করে। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করো।

৩। বিটের রস
বিটের রস একটি তুলোর বল দিয়ে ভিজিয়ে ঠোঁটের উপর ড্যাব করুন কয়েকবার। এভাবে ১৫ মিনিট রাখুন আর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন।

৪। নারকেল তেল
ঠোঁটের কালচেভাব দূর করার সবচেয়ে সস্তা ও সহজ উপায় হল নারকেল তেল ব্যবহার। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙ্গুলের সাহায্যে নারকেল তেল ঠোঁটে ব্যবহার করুন, কালচেভাব কমে যাবে।

৫। দুধের সর
দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রাচীন যুগে রানিরা এই পদ্ধতি ব্যবহার করতেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। বেশ কয়েকবার ব্যবহারে কিছু দিনের মধ্যেই আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরবে।

ঠোঁটের রঙ হারালেও আর চিন্তা নয়, নিয়মিত যত্নে ঘরোয়া ছোঁয়ায় ঠোঁটও ফিরে পাবে নিজের গোলাপি হাসি।