খেলব হোলি, রঙ মাখব না তাই কি হয়? না না, যত ইচ্ছা রঙ মাখুন। মন খুলে আনন্দ করুন। কিন্তু যেন আপনার ত্বকের কোনও ক্ষতি না হয়, তাই কয়েকটা বিষয় মাখায় রাখতে হবে। কী কী? জেনে নিন…

- রং খেলতে যাওয়ার আগে ত্বকে ভালো করে নারকেল তেল মেখে নিন। নারকেল তেল আপনার ত্বককে ক্ষতিকারক রাসায়নিকের হাত থেকে রক্ষা করবে।
- রং খেলার পরও নারকেল তেল মাখুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের ক্ষয় প্রতিরোধে এই তেল দুর্দান্ত কাজ করে।
- নারকেল তেলের পাশাপাশি সানস্ক্রিন মাখতেই হবে। ইউভি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচায় সানস্ক্রিন। পাশাপাশি ত্বকের ক্ষতি হতে দেয় না।
- রং খেলার আগে ত্বক এক্সফোলিয়েট করবেন না। রং খেলার ২-৩ দিন আগেও ত্বকে স্ক্রাব ব্যবহার করা চলবে না। এক্সফোলিয়েশনের পর রং খেললে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। এতে ত্বকে র্যাশ, ফুস্কুড়ি, জ্বালা ভাব বাড়তে পারে।
- অনেক সময় নখে রং লেগে যায়। যা কিছুতেই উঠতে চায় না। তাই আগেই নেল পেইন্ট লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে নখে ও কোণায় ট্রান্সপারেন্ট নেল পেইন্ট লাগাতে পারেন বা বেশি করে নেলপলিশ লাগিয়ে নিতে পারেন।
- অনেকেই স্লিভলেস জামা পরে রং খেলতে নামেন। কেউ আবার শাড়ি পরেই রং খেলেন। তবে এসব পোশাকে শরীরের বেশিরভাগ অংশ খোলা থাকে। তাতে ত্বকে রং লাগার ঝুঁকি বেশি থাকে। সেজন্য গা ঢাকা পোশাক পরেই রঙ খেলার চেষ্টা করুন।
তবে এগজিমা, সোরিয়াসিস ও অ্যাটপিক ডার্মাটাইটিসের মতো ত্বকের কোনও গুরুতর সমস্যা থাকলে রং খেলা থেকে দূরে থাকাই ভালো।