Spread the love

গরমের ক্লান্তি দূর করতে বেলের শরবতের কিন্তু জুড়ি মেলা ভার। তবে স্বাদে একটু ভিন্নতা আনলে কেমন হয়? তৈরি করে ফেলুন আজই…

রয়্যাল ক্রিমি বেলের শরবত

উপকরণ:

  • ১টি পাকা বেল
  • টক দই (এক্সট্রা ক্রিমি টেক্সচারের জন্য)
  • খেজুর (বীজ ছাড়িয়ে কুচি করা)
  • ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ চা চামচ গোলাপ জল (সুগন্ধের জন্য)
  • ৪-৫টি বরফ কিউব
  • স্বাদমতো বিট নুন এবং চিনি বা মধু
  • ঠাণ্ডা জল
  • পুদিনা পাতা ও চিয়া সিড (সাজানোর জন্য)

প্রণালী:

১. বেল ভেঙে শাঁস বের করে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মেখে নরম করুন।

২. চালুনি বা ছাঁকনি দিয়ে ছেঁকে আঁশ আলাদা করে নিন।

৩. এবার এতে একে একে দই, মধু/চিনি, খেজুর কুচি, ভাজা জিরে গুঁড়ো, বিট নুন, লেবুর রস ও গোলাপ জল দিয়ে ভালো করে মেশান।

৪. বরফ কিউব দিয়ে গ্লাসে ঢেলে দিন।

৫. উপরে পুদিনা পাতা ও এক চিমটি চিয়া সিড ছড়িয়ে পরিবেশন করুন।

এই স্পেশাল বেলের শরবত কিন্তু প্রথম চুমুকেই মন জয় করবে। তাই গরমের দিনে একবার বানিয়ে দেখুন, রোজ খেতে ইচ্ছে করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts