Spread the love

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা আংটি বদল করলেন আজ। হায়দ্রাবাদে একটি প্রাইভেট সেরিমনিতে দুজনে বাগদান পর্ব সেরেছেন দুজনে। সুপারস্টার নাগার্জুনা নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ঘোষণা করেছেন পুত্রের বাগদানের খবর এবং একইসঙ্গে শোভিতাকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন গৃহে আগমনের জন্য। গত দু-বছর ধরেই বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের শীলমোহর দেননি কেউ-ই। গুজব আরও জোরালো হয়ে ওঠে ইউরোপের একটি দেশে দুজনকে একটি ওয়াইন টেস্টিং ইভেন্টে একসঙ্গে দেখা গেলে, যদিও সম্পর্কের শীলমোহর দেননি কেউই।

নাগার্জুনা সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করে লেখেন,

https://www.facebook.com/photo?fbid=1051428783018159&set=pcb.1051428826351488

‘‘আমাদের ছেলে নাগা চৈতন্যের সাথে শোভিতা ধুলিপালার বাগদান ঘোষণা করতে পেরে আনন্দিত, যা আজ সকাল 9:42 টায় সম্পন্ন হয়েছে!!

ওকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।

সুখী দম্পতিকে অভিনন্দন!

ওদের আজীবন ভালবাসা ও সুখ কামনা করছি।

ঈশ্বর মঙ্গল করুন!

৮.৮.৮ অনন্ত ভালবাসার শুরু’’

Related Posts