টিনসেল টাউনের বড় চমক। বলিউডের অন্যতম বিখ্যাত তারকা দম্পতি দীপিকা এবং রণভীর সিং অ্যানাউন্স করলেন তাদের অনাগত সন্তানের আগমনের সম্ভাব্য সময়। এই সেপ্টেম্বরেই পৃথিবীর আলো দেখতে চলেছে সে। সঙ্গে রয়েছে মেটারনিটি ফটোশ্যুটের বেশ কিছু ছবিও।
কিন্তু চমকটা আছে অন্য জায়গায়। সূত্রের খবর বলছে দীপ-ভীরের সন্তানের জন্মদিন মিলে যেতে চলেছে আরেক বিখ্যাত অভিনেতার সঙ্গে। রণবীর কাপুর, অর্থাৎ দীপিকার প্রাক্তন প্রেমিকের জন্মদিনেই নাকি মা হতে চলেছেন দীপিকা! ভক্তরা বলছেন রণবীর কাপুরের জন্মদিন ২৮ সেপ্টেম্বরেই জন্মাতে পারে দীপিকা রণভীরের একরত্তি।
সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস