সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে। ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন পেটের যন্ত্রণায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। বর্তমানে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। এর আগে ২০২০ সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়লে রাজনীতি থেকে সরে এসেছেন রজনীকান্ত।
আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। তাঁর ভক্তরা তাঁর শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।