Spread the love

খেতে কে না ভালোবাসে। ভোজন রসিক বাঙালির নানা কাহিনি ছড়িয়ে আছে সাহিত্যে। কিন্তু এই খাওয়ার পদ্ধতি ওপর নির্ভর করে অনেক কিছু।

খুব তাড়াতাড়ি খাবার খেলে যেমন হজম হয় না তেমনই খাবারের স্বাদও ঠিকমতো পাওয়া যায় না। আস্তে আস্তে চিবিয়ে খেলে তা শরীরকে বেশি খাবার খেতে বাধা দেয় এবং মস্তিস্ককে একটা নির্দেশনা প্রেরণ করে যে আমার পেট ভর্তি হয়ে গেছে। এছাড়াও এটি পাচন প্রক্রিয়াকে সহায়তা করে।

কেননা আপনি খাবার যত ধীরে ধীরে চিবিয়ে খাবেন সেটা খুব দ্রুত হজম হতে সহায়তা করবে। এছাড়াও কোন খাবার যদি প্রতিবার মুখে ৩৫ থেকে ৫০ বার চিবিয়ে খাওয়া যায় এতে আপনার মুখের মেদও যেমন কমতে থাকবে, এর পাশাপাশি খাবারটি ও ভালো করে মুখের লালার সঙ্গে মিশে আপনার পেটে যাবে। ফলে হজম হবে তাড়াতাড়ি।

Related Posts