আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনেও অনেক পরিবর্তন ঘটে। এর সঙ্গে সাযুজ্য রেখে আমাদের বাড়ির সাজসজ্জার ধরনও পরিবর্তন করা গেলে কেমন হয়? এখন শীতের মরসুম চলে এসেছে। ঘরের সাজসজ্জায় ছোটখাটো পরিবর্তন করে শুধু সৌন্দর্যই বাড়ানো যায় না, শীতে ঘরকেও উষ্ণ রাখা যায়। তাই জেনে নিন, শীতকালে ঘর সাজানোর কিছু টিপস।
উষ্ণ রং দিয়ে উষ্ণ অনুভূতি
শীতের মরসুমে ঘরের জন্য যতটা সম্ভব উষ্ণ রং বেছে নিন। ডিপ রেড, ব্লু, কমলা, ব্রাউনের মতো যেকোনও শেড বেছে নিতে পারেন। যদিও বাড়ির দেয়াল রং করা সবসময় সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি এই কালারগুলোর নতুন ওয়ালপেপার লাগাতে পারেন। এছাড়া এই ডিপ কালারের কুশন, পর্দা, বিছানার চাদর ইত্যাদি ব্যবহার করুন। এগুলো দেখতে খুব সুন্দর হবে এবং ঘরকে উষ্ণতাও দেবে।
আলোর ব্যবহার
ঘর সাজানোর ক্ষেত্রে আলোর গুরুত্ব অনেক। আলো জ্বালানো থাকলে ঘরে উষ্ণতা থাকে। এছাড়া ঘরে আসে সৌন্দর্য্য। হালকা আলো ব্যবহার করতে পারেন। এছাড়া সুগন্ধি মোমবাতি ব্যবহার করে ঘরকে আরও সুন্দর করা যায়।
মেঝেতে কার্পেট পেতে দিন
শীতকালে মেঝে এত ঠাণ্ডা হয়ে যায় যে তার উপর পা রাখার কথা ভাবলেই ভয় লাগে। তাই মেঝেতে কার্পেট পাতুন। এতে ঠাণ্ডা লাগবে না, আর আপনার বাড়িতে একটা রাজকীয় লুক আসবে। তবে এটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এর জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।
বসার জন্য আরামদায়ক কর্নার
শীতের মরসুমে এক চিলতে রোদ্দুর গায়ে না লাগলে শরীর, মন দুইই কেমন যেন ঝিমিয়ে থাকে। এমন পরিস্থিতিতে, বাড়ির যে অংশে ভালোভাবে রোদ প্রবেশ করে সেখানে একটি আরামদায়ক বসার কর্নার তৈরি করা যেতে পারে। একটা আর্মচেয়ার বা আরামদায়ক সোফা রেখে বসার জায়গা তৈরি করতে পারেন। তেমন হলে, হাতের কাছে রাখুন একটা আরামদায়ক কম্বল।