কিছুদিন হল নিজেদের একটা ছোট্ট আস্তানা হয়েছে। কিন্তু এখনও মনের মতো করে তা সাজিয়ে উঠতে পারেননি। খবর পাওয়া মাত্রই বন্ধু, আত্মীয় সবাই দেখতে আসতে চাইছেন। এদিকে অল্প সময়ে সবটা কী করে সাজিয়ে-গুছিয়ে নেওয়া যায়, তা ভাবতে গিয়েই কপালে চিন্তার ভাঁজ। নতুন বাড়ি সাজানো বলে অফিস থেকে ছুটিও তো নেওয়া যায় না। তা হলে উপায়? অল্প সময়ে চটজলদি ঘর গুছিয়ে নেওয়ার টোটকা রইল এখানে।
- শয়নকক্ষের সাজঃ শোয়ার ঘরে খাট তো থাকবেই। তাই প্রথমেই পছন্দ অনুযায়ী একটি খাট রেখে দিন। বাকি জায়গায়টুকুতে কী রাখবেন বা রাখবেন না, তা পরে ভেবে দেখবেন। আপাতত একটি আলমারি রাখুন জামাকাপড় গুছিয়ে রাখার জন্য।
- টুকটাক সাজানোর জিনিসঃ ছোটখাটো শো পিস কিনতে কিন্তু খুব বেশি খরচ হয় না। বরং বাড়ির চেহারা বদলে যায়। যেমন ফ্ল্যাটের মূল দরজায় সুন্দর একটা ‘নেমপ্লেট’ বা ‘কলিং বেল’ লাগাতে পারেন। দরজা খুলে ঢোকার মুখেও সুন্দর কোনও মূর্তি রাখা যেতে পারে।
- পুরনো জিনিস বাদঃ নতুন বাড়িতে আসামাত্রই পুরনো ব্যবহার করা জিনিসগুলো বাদ দেওয়া যেতে পারে, যদি তা খুব পছন্দের বা দরকারী না হয়। প্রথমেই খুব খরচ করতে না চাইলে পাপোশ, টেবিল ম্যাট, ল্যাম্পশেড দিয়েই না হয় শুরু করুন।
- প্রয়োজনীয় কিছু জিনিসঃ শোয়ার ঘরের পাশাপাশি বসার ঘরের কিছু জিনিস কিনতে পারেন। যেমন কফি বা চায়ের কাপ রাখার ছোট্ট টেবিল, চেয়ার, বারান্দায় বসার টুল বা বেতের মোড়া। রান্নাঘরে প্রথম থেকেই তেল-কালি যাতে না পড়ে, তার জন্য চিমনি।
- কার্পেটঃ যে কোনও ঘরের ভোল পাল্টে দিতে পারে রঙিন, সুন্দর কার্পেট। তাই নতুন বাড়ির প্রতিটি কোণ যদি রঙিন করে তুলতে না পারেন, তাহলে বিভিন্ন মাপের, বিভিন্ন রঙের কার্পেট ব্যবহার করতে পারেন। কার্পেট ঘরের সৌন্দর্যই বদলে দিতে পারে।