শীতকাল এলে বড়দের থেকেও বাচ্চাদের ত্বকে বেশি সমস্যা দেখা যায়। কারণ, বাচ্চাদের ত্বক অনেক বেশি কোমল এবং সংবেদনশীল। যার ফলে তাড়াতাড়ি তাদের স্কিন ড্রাই হয়ে যায়, চামড়া উঠে আসে, এলার্জি হয়, অনেকসময় স্ক্যাল্প থেকেও চামড়া ওঠে।
এর জন্য বাচ্চাদের যত্ন কীভাবে নেবেন? জেনে নিন-
- তেল মালিশ সবার জন্যই ভালো। এতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। বাচ্চাদের জন্য তেল হবে লাইট-ওয়েট, নন-স্টিকি। স্নানের আগে তেল দিয়ে মাসাজ করে দিন। তবে, স্নানের পরেও মাখাতে পারেন।
- শীতে অনেকেই বাচ্চাকে স্নান করাতে চান না। তবে একেবারেই স্নান না করানো কিন্তু ঠিক না। ঈষদুষ্ণ জলে স্বল্প সময়ের জন্য স্নান করালে তাদের ত্বক ময়শ্চার হারায় না, নরম থাকে আর ময়লা দূর হয়। পিএইচ ভারসাম্য যুক্ত, হাইপোঅ্যালার্জেনিক এবং বাচ্চাদের জন্যই বিশেষভাবে তৈরি মাইল্ড বডিওয়াশ ব্যবহার করতে পারেন।
- বাচ্চাদের চুলের জন্য হালকা ও নন-গ্রিসি শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প আর চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে। শ্যাম্পুতে টিয়ার-ফ্রী সাইন লেখা দেখে নেবেন। আর শ্যাম্পু করিয়ে ভালো করে মাথা মুছিয়ে দেবেন। https://youtu.be/hSHXXn1THoY?si=DMrSp3o2cx6O3Knr
- দিনের যেকোনও সময়ে একটা বডি লোশন ব্যবহার করতে হবে। তবে স্নানের পর মাখালে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। বাচ্চার জন্য যে লোশন নেবেন, সেটা যেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, আর পিএইচ ব্যালেন্সড্, লং লাস্টিং হলে খুব ভালো হয়। বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন- শিয়া বাটার, বাবাসু অয়েল, মুরুমুরু বাটার ইত্যাদি বাচ্চাদের জন্য খুবই ভাল।
- বডির মতো মুখেও ক্রিম মাখিয়ে দিতে হবে। দীর্ঘক্ষণ বাচ্চার ত্বককে নরম রাখবে আর ময়েশ্চার ধরে রাখতে পারে একটি। এমন ক্রিম বেছে নিন যেটি জেন্টল, প্যারাবেন ও সালফেট ফ্রী এবং বাচ্চার ত্বকের জন্য সেফ।