Spread the love

শিশুদের ত্বক অত্যন্ত কোমল ও সংবেদনশীল হয়। তাদের ত্বকের জন্য সারাবছর বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে শীতকালে। কারণ এই সময়েও বড়দের মতোই শিশুর ত্বকও হয়ে যায় শুষ্ক।

শিশুর ত্বকের যত্নে কী করবেন, জেনে নিন-

  • তাদের হালকা সূর্যের আলোতে থাকতে দিন। কারণ ভিটামিন ডি শিশুদের জন্য খুব দরকার। যা তার ত্বককে উন্নত করতে সাহায্য করবে এবং ত্বকের সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।
  • স্নানের পরে মুখে একটি মাইল্ড ক্রিম বা ময়েশ্চরাইজার মাখিয়ে দিন। সেটা যেন প্যারাবেন ফ্রী, সালফেট ফ্রী হয়।
  • শিশুদের ত্বকে কোনও প্রোডাক্ট ব্যবহারের আগে ভালভাবে যাচাই করে নিন তাতে কোনও ক্ষতিকর উপাদান রয়েছে কিনা। প্রাকৃতিক বা কেমিক্যাল ফ্রি ময়েশ্চারাইজার বা বেবি ফেস ক্রিম ব্যবহার করুন। যা শিশুর ত্বক নরম ও কোমল রাখে।
  • শীতকালে ময়শ্চারাইজ করতে সাহায্য করার জন্য শিয়া বাটার বা নারকেল তেলের মতো উপাদান সহ একটি মৃদু, হাইপোঅ্যালার্জেনিক ময়েশ্চরাইজার বেছে নিন। এটি আপনার শিশুর ত্বকের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য সর্বদা প্রথমে প্যাচ টেস্ট করুন৷
  • বাড়িতেই যষ্ঠিমধু ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসাবে। সেটিও শিশুদের ত্বকের জন্য খুব ভালো।

Related Posts