Spread the love

ফাল্গুন মাস শেষে সবে চৈত্র মাস, আর ইতিমধ্যে গরম তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে। এই সময় AC-র বিকল্প আর কিছুই নেই। কিন্তু তারপর যে ইলেক্ট্রিক বিলটা আসবে, তাতে আরও ছ্যাঁকা লাগবে পকেটে। তাই, AC ছাড়াই যদি ঘর ঠাণ্ডা হয় তবে কেমন হয়? জেনে নিন কোন উপায়ে ঘর থাকবে AC-র মতো ঠাণ্ডা।

  • সকালে ১০ টার পর থেকে বিকেল ৪ টে পর্যন্ত জানালা দরজা বন্ধ রাখুন 
  • হালকা রঙের ব্ল্যাকআউট বা পর্দা ব্যবহার করুন  
      
  • সন্ধ্যের পর ঠাণ্ডা বাতাস প্রবেশের জন্য জানলা খুলে দিন 
  • পাখার হাওয়াকে আরও আরামদায়ক ও ঠাণ্ডা করতে একটা বড়ো বাটিতে বরফ রেখে ফ্যানের সামনে রাখুন, ফ্যানের হাওয়া বরফের ওপর দিয়ে বইলে ঠাণ্ডা হাওয়া ঘরে ছড়িয়ে পড়বে
     
  • চেষ্টা করুন বাড়িতে ইলেক্ট্রনিক ডিভাইস কম ব্যবহার করার, কারণ এই ডিভাইসগুলি থেকে তাপ উৎপাদন হয়
  • ঘরের মধ্যে মাটির কলসিতে জল ভর্তি করে রাখুন
  • রাতে ছাদে বা বারান্দায় জল ছিটিয়ে রাখুন, যার ফলে ঘরের তাপমাত্রা কমবে। 
  • সিল্ক বা সিন্থেটিকের পরিবর্তে হালকা রঙের চাদর ব্যবহার করুন, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 

এই উপায়গুলি মেনে চললে AC ছাড়াই গ্রীষ্মের প্রখর রোদেও ঘর থাকবে ঠাণ্ডা এবং আরামদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts