Spread the love

ঘরে-বাইরে এখন নিয়মিত ল্যাপটপ ব্যবহার করেন সবাই। এক ভাবে ব্যবহার করলে যেমন জামা-কাপড় নোংরা হয়ে যায়, ল্যাপটপের ক্ষেত্রেও ঠিক তাই। তবে, সঠিক যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। তাই, ল্যাপটপের যত্ন কীভাবে নেবেন, তার কয়েকটা টিপস্‌ জানিয়ে দিই–

  • ল্যাপটপে কাজ করার সময় অনেকেই জল বা বিভিন্ন খাবার খান। এটা ঠিক নয়। কারণ খাবার বা জল যদি ল্যাপটপে পরে, তাহলে ক্ষতি হতে পারে। যদি ব্যস্ততার কারণে খাবার খেতেই হয়, তবে ল্যাপটপ থেকে জলের গ্লাস বা বোতল এক ফুট দূরে রাখার পাশাপাশি কিবোর্ড ঢেকে রাখতে হবে।
  • এ ছাড়া সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। বৃষ্টির জল ও ধুলো থেকেও দূরে রাখতে হবে ল্যাপটপ।
  • ল্যাপটপ বহন করার জন্য সবসময় শক্ত আবরণের কভার ব্যবহার করা উচিত। এতে হাত থেকে পড়ে গেলেও ল্যাপটপের ক্ষতি হবে না। কোনওরকম স্ক্র্যাচ বা ধুলো-ময়লা থেকেও রক্ষা পাবে।
  • প্রয়োজন ছাড়া ল্যাপটপ চার্জ দেবেন না। অতিরিক্ত চার্জের কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে কর্মক্ষমতা হারায়। তাই পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জার থেকে বৈদ্যুতিক সংযোগ খুলে ল্যাপটপ ব্যবহার করতে হবে।
  • ল্যাপটপ ব্যবহারের সময় অবশ্যই হাত পরিষ্কার থাকতে হবে। হাতের আঙুল ময়লা থাকলে ল্যাপটপের কিবোর্ডে ধুলো-ময়লা জমা হতে পারে।
  • অনেকেই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেন। এটা ঠিক নয়। ল্যাপটপ পরিষ্কার করার আগে একটি মাইক্রোফাইবার কাপড় জলে ভিজিয়ে নিন। প্রথমেই ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করে নিন। তবে স্ক্রিন পরিষ্কার করার সময় খুব বেশি চাপ দেবেন না।  
  • ল্যাপটপের স্ক্রিন কিংবা কিবোর্ড শুধু পরিষ্কার করলেই চলবে না। ব্রাশ দিয়ে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট, অডিয়ো পোর্ট পরিষ্কার করতে হবে। তবেই ল্যাপটপ থাকবে নতুনের মতো।

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts