গোল ফ্রেমের চশমা, পরনে সাদা-মাটা জামা আর সোয়েটার, মাথায় আর চুল নেই, নীল গাড়িটা বদলে গিয়ে লাল রঙের অডি তে দেখা গেল আনন্দ কর থুড়ি মৃত্যুঞ্জয় কর কে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ‘হেমলক সোসাইটি’ –র সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে নতুন ছবি ‘কিল বিল সোসাইটি’। ইতিমধ্যেই এই ছবির নতুন গান ‘ভালবেসে বাসো না’ মন কেড়েছে শ্রোতাদের। পরমের লিপ-এ আবারও অনুপম –এর ম্যাজিক, যা ইউটিউবে আপলোড করার ৫ ঘণ্টার মধ্যে ৩১ হাজারেরও বেশি মানুষের মন ছুঁয়ে গেছে। এই গানের আরও একটি আকর্ষনীয় চমক হল, এই প্রথম সৃজিতের লেখায় অনুপম গলা মেলালো। সৃজিত মুখার্জি নিজের ফেসবুকে গানটি পোস্ট করেছে লিরিক্স সমেত।

হালকা গোলাপি চশমার ফ্রেমে যেন নতুন কৌশানী কে আমরা পেলাম। পার্কস্ট্রীট সেমিট্রি, দ্বিতীয় হুগলি সেতু আর গঙ্গার ধার – কলকাতার এই আইকনিক জায়গাগুলিকে তুলে ধরা হয়েছে এই গানটিতে। নতুন জুটি পরম-কৌশানীর কেমিস্ট্রিও বেশ নজর কেড়েছে।
গানটির শুরুতেই আমরা জানতে পারি মৃত্যুঞ্জয় কর জানাচ্ছে তার লিম্ফোসাইটোপেনিয়া আছে। এরপরই গানটি শুরু হতেই আমরা পুরো গানের মধ্যে দিয়ে একটি জীবনমুখী অনুভূতি পাই। এটি ভালোবাসা থেকে বিচ্ছেদ এবং পুনরায় বিচ্ছেদ থেকে ভালবাসায় ফিরে আসার একটি গান।

অনেকেই গানটির মধ্যে ‘হেমলক সোসাইটি’ –র ‘এখন অনেক রাত’ –এর স্মৃতি ফিরে পেয়েছে। ইতিমধ্যেই ‘কিলবিল সোসাইটি’ ছবিটির টিজার ও আরও একটি গান রিলিজ করে গেছে। ‘নেই তুমি আগের মতো’ গানটিও সোমলতা-র কণ্ঠে সমানভাবে মানুষের মনে সাড়া ফেলেছে। সৃজিত মুখার্জির ‘হেমলক সোসাইটি’ মানুষের মনে যতটা সাড়া ফেলেছিল, ‘কিলবিল সোসাইটি’ -ও কি সেই একই ধারা বজায় রাখবে নাকি তা ছাপিয়ে যাবে? উত্তর দেবে সময়।