চেন্নাইয়ের একটি ইভেন্টে দেভারাঃ ১ম পর্ব –এর প্রচারে জাহ্নবী কাপুর অবলীলায় তামিল ভাষায় কথা বলে গেলেন। তাঁকে দেখা যাবে জুনিয়র এনটিআর –এর সঙ্গে।
অভিনেত্রী জাহ্নবী কাপুর সাবলীল ভাবে তামিল ভাষায় কথা বলে তাঁর অনুরাগীদের মন জিতে নিলেন। দেভারাঃ ১ম পর্ব –এর প্রচারে এসে জাহ্নবীর তামিল ভাষায় কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।
দর্শকদের মনে করিয়ে দিয়েছে জাহ্নবীর মা শ্রীদেবীর কথা। কথা বলতে বলতে জাহ্নবী বলেন, ‘আমি আশা করি আমার মায়ের মতোই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার কারণেই আজ আমরা এখানে, আর সেই কারণে আমি কৃতজ্ঞ।’
এছাড়াও জাহ্নবী বলেন, তিনি তাঁর মায়ের মতোই পরিশ্রমী হতে চান এবং দর্শকদের মনে মায়ের মতোই জায়গা করে নিতে চান। তিনি আরও জানান খুব শীঘ্রই তামিল সিনেমার অংশ হতে চলেছেন।