Spread the love

শীতের দিনে ফাটা ঠোঁট, ড্রাই স্কিনের সঙ্গে চুলেরও হয় নানা সমস্যা। চুল খসখসে হয়ে যায়, রুক্ষ দেখায়। এগুলো স্বাভাবিক সমস্যা। তার সঙ্গেই আর একটা সমস্যাও হয়, সেটা হল চুলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমে যাওয়ার সমস্যা। খেয়াল করে দেখবেন, প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনির দাঁড়ার সঙ্গে চুল লেগে থাকে, চুল ঠিকমতো সেট হয় না, খাড়া হয়ে থাকে। শুধু প্লাস্টিকের চিরুনি ব্যবহারেই নয়, উলের টুপি বা স্কার্ফ জড়ালেও চুলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমতে পারে।

কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, জেনে নিন-

প্লাস্টিকের চিরুনির পরিবর্তে ব্যবহার করুন কাঠ বা ধাতব চিরুনিঃ

শীতের দিনে প্লাস্টিকের চিরুনি থেকে চুলে ইলেকট্রিক চার্জ হয়, যা স্ট্যাটিক তৈরি করে। কাঠ বা ধাতু দিয়ে তৈরি চিরুনি দিয়ে চুল আঁচড়ান, চুলের রুক্ষতা কম থাকবে।

চুলের আর্দ্রতা ধরে রাখুনঃ

আর্দ্রতা হারিয়ে চুল অতিরিক্ত শুকনো হয়ে গেলে স্ট্যাটিক তৈরি হয়। তাই চুলের আর্দ্রতা ধরে রাখার দিকে বাড়তি নজর দিতেই হবে। শ্যাম্পুর পর কন্ডিশনার অবশ্যই লাগাবেন। বাইরে বেরোনোর আগে লিভ-ইন কন্ডিশনার বা হেয়ার সিরাম লাগাতে ভুলবেন না।

জলের উপকারিতাঃ

স্ট্যাটিক ইলেকট্রিসিটি নষ্ট করতে জলের চেয়ে ভালো কিছু আর নেই। লিভ-ইন সিরামে কাজ না হলে হাতে সামান্য জল নিয়ে দু’হাতে ঘষে হালকা করে চুলের উপর বুলিয়ে নিন, চুল মসৃণ হয়ে যাবে।

চুল ড্রাই করে দেয় এমন প্রোডাক্ট ব্যবহার করবেন নাঃ

কিছু কিছু হেয়ার প্রোডাক্ট আর স্টাইলিং টুল শীতকালে চুল অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। হেয়ার জেল, মুজ় বা ওই ধরনের প্রোডাক্ট শীতে বেশি ব্যবহার করবেন না। এতে চুল খুব ড্রাই হয়ে যায়।

চুল বেঁধে রাখুন

স্ট্যাটিক আটকানোর সবচেয়ে সহজ উপায় হল আলগা খোঁপা বা বিনুনিতে চুলটা বেঁধে রাখা। তাতে চুল ম্যানেজ করাও সহজ হয়, চুল রুক্ষও হয় কম।

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts