চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বুকে একটুও কাঁপুনি ধরেনা, এমন মানুষ বোধহয় নেই। বিশেষ করে যদি পছন্দের কোম্পানি হয়, তাহলে প্রত্যেকেই চান প্রথম ইমপ্রেশনেই বাজিমাত করতে। আর এই ফার্স্ট ইমপ্রেশন মানেই সঠিক পোশাক, মানানসই মেকআপ আর সেই সঙ্গে অবশ্যই সঠিক হেয়ারস্টাইল।
পনিটেল
আপনার চুলের লেংথ কাঁধ পর্যন্ত বা আর একটু বড়ো হলেই পনিটেল বেঁধে নিন। শ্যাম্পু করা পরিষ্কার চুলে অ্যান্টি-ফ্রিজ় বা স্টাইলিং ক্রিম লাগিয়ে নিন। তারপর ভালো করে আঁচড়ে পনিটেল বেঁধে নিন। ঝকমারি অ্যাকসেসরি ব্যবহার করবেন না, কালো ডোনাট ব্যান্ড দিয়ে বেঁধে নিলেই হবে।
ব্যাক ক্লিপের ব্যবহার
যাদের চুল ঘন আর লম্বা, তাদের প্রথম সমস্যা হল মুখে চুল পড়া। এমত অবস্থায় ব্যাক ক্লিপ দিয়ে পুরো চুলটা পিছনদিকে পিন করে রাখুন। ধারে বা মাঝে সিঁথি কাটতে পারেন। সামনের চুল ছোট করে কাটা থাকলে ধারে সিঁথি করুন, ছোট চুলগুলো পাকিয়ে কানের পিছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিন।
আলগা কার্ল
এমন কোনও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন যেখানে স্টাইলিশ দেখানো জরুরি? বেছে নিন হালকা, বড়ো কার্ল। মানানসই ফর্মাল পরুন। আর মেকআপ রাখুন হালকা।
টপ নট
অত্যন্ত ফর্মাল লুক চাইলে টপ নট বাঁধতে পারেন। খেয়াল রাখবেন, বেবি হেয়ারগুলো যেন বেরিয়ে না থাকে। টপ নট বাঁধার পর ফিনিশিং স্প্রে দিয়ে চুলটা সেট করে নিন। তাতে অনেক বেশি ঝকঝকে আর পরিচ্ছন্ন দেখাবে।