Spread the love

মঙ্গলবার সকালে মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় পায়ে গুলি এসে লাগে গোবিন্দার। হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে।

অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি করে বসেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-এর থেকে আরও জানা গিয়েছে যে, গুলিটি তাঁর পায়ে এসে লেগেছে। গোবিন্দা তাঁর মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‘গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’, গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন এনআইকে।

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts