উৎসবের মরসুম একেবারে কাছাকাছি। আর এটাই হচ্ছে আপনার স্কিনে জেল্লা আনার ও উৎসবের জন্য স্কিনকে প্রস্তুত করার উপযুক্ত সময়। কিন্তু শুধু পার্লারে গেলেই হবে না। বরং এই একমাস ত্বকের এমন যত্ন নিতে হবে যাতে আপনার দিক থেকে কারও নজর না সরে। পুজোর সময় আপনার জেল্লা হয় একদম দেখার মতো। আপনাকে দেখতে এতটাই সুন্দর লাগে যে, আপনাকে দেখে যেন প্রশংসার বন্যা বয়ে যায়। তবে তার জন্য আপনাকে খুব বেশি কিছু মেনে চলতে হবে না। বরং, খুব সাধারণভাবে ত্বকের যত্ন নিলেই হবে।
- ক্লিনজিং
স্কিন পরিষ্কার থাকলে মেকআপ ভালোভাবে বসে। তাই স্কিন পরিষ্কার রাখার জন্য একটি জেন্টল ক্লিন্সার ব্যবহার করুন, যাতে আপনার স্কিন থেকে ময়লা, তেল বা মেকআপের অবশিষ্টাংশ সরে যায়। এজন্য আপনার স্কিন টাইপ অনুযায়ী একটি ক্লিনসার বেছে নেবেন।
- এক্সফোলিয়েশন
স্কিনের ডেড সেলগুলোকে সরিয়ে তরতাজা আর উজ্জ্বল স্কিন বের করে আনতে এই স্টেপটিকে বাদ দেওয়া যাবেই না। স্মুদ স্কিন পেতে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন। পরিবর্তে যদি প্রাকৃতিক এক্সফোলিয়েটর ব্যবহার করেন, তাহলে সার্কুলার গতিতে এক্সফোলিয়েটরটি আলতোভাবে ম্যাসাজ করুন এবং তারপরে ধুয়ে ফেলুন।
- সিরাম
সরাসরি ত্বকে কাজ করে বলে সিরাম ব্যবহারের ফল হয় দারুন। বিশেষত দাগছোপ, বলিরেখা বা শুষ্কতা ইত্যাদির মোকাবিলা করে সিরাম। সিরাম মুখে লাগিয়ে ত্বকে আলতোভাবে চাপ দিন। খেয়াল রাখবেন, সিরাম কখনোই জোরে জোরে ঘষবেন না গালের মধ্যে। সিরামগুলিতে এমন সব উপাদান রয়েছে যা ত্বকের গভীরে প্রবেশ করে তারুণ্য আনে এবং ত্বককে হেলদি রাখে।
- ময়শ্চারাইজিং
উজ্জ্বল ত্বকের চাবিকাঠি হল সঠিক হাইড্রেশন। আপনার ত্বকের ধরন অনুসারে একটি ময়েশ্চারাইজার বাছাই করুন। ময়েশ্চরাইজার ব্যবহারের ক্ষেত্রে মুখের সেই জায়গাগুলোতে ভালভাবে ফোকাস করুন, যেগুলো বেশি ড্রাই হয়ে যায়। আর মেকআপ করার আগে ময়েশ্চরাইজার মাখা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- আই ক্রিম
আপনার চোখের চারপাশে যদি ফোলা ভাব থাকে বা ডার্ক সার্কেল থাকে, তবে একটি আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। সার্কুলার গতিতে আপনার রিং ফিঙ্গার দিয়ে আলতো করে ক্রিমটি মাখুন।
- সানস্ক্রিন
উপলক্ষ্য যাই হোক না কেন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমপক্ষে SPF 30 সহ একটি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিন। এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ যদি উৎসব উৎযাপনে বাইরে সময় কাটানোর প্ল্যান থাকে।
- প্রাইমার
প্রাইমার ত্বকের রোমকূপের আয়তন কমিয়ে দেয় এবং মেকাপকে দীর্ঘস্থায়ী করে তোলে। এছাড়া ত্বকের তেলতেলে ভাব দূর করে, জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনে। ত্বকের গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। মেকাপের ক্ষেত্রে ম্যাট ফিনিশ লুক চাইলে অবশ্যই প্রাইমার ব্যবহার করতে হবে। হালকা টেক্সচারের প্রাইমার ব্যবহার করলে ত্বকের দীপ্তি বাড়ে।
- সেটিং স্প্রে
সেটিং স্প্রে শুধুমাত্র আপনার মেকআপকে সেট করে না, বরং ত্বকে হাইড্রেশনের একটি স্তরও প্রদান করে। এটির ব্যবহারে আপনার মেকআপ লং লাস্টিং হবে এবং ত্বক নরম ও সতজ দেখাতে সাহায্য করবে।
- ঠোঁটের যত্ন
আপনার ঠোঁটকে একটি লিপ স্ক্রাব দিয়ে আলতো করে এক্সফোলিয়েট করে, এটি ভালো লিপ বাম লাগিয়ে নিন। এতে ঠোঁট ফাটবে না। আর লিপস্টিক স্মুদলি প্রয়োগ করাতে পারবেন।
উপরন্তু, ভালভাবে হাইড্রেটেড থাকুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং হেলদি খাবার খান, জল খান। কারণ সৌন্দর্য ভেতর থেকেও আসে।