Spread the love

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবার তার চকোলেট-বয় ইমেজ ছেড়ে আসন্ন ছবি “নাগজিলা- নাগ লোক কা পেহলা কান্দ”-এ এক নতুন রূপে প্রেমদ্বেশ্বর প্যারে চাঁদের ভূমিকায় অভিনয় করতে চলেছে। গত ২২ এপ্রিল কার্তিক আরিয়ান, করণ জোহর, ও ধর্মা প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে ‘নাগজিলা’- র মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। আর ইতিমধ্যে এই ছবির ঘোষণা দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। ইউটিউবে আপলোড করার  ৩ ঘণ্টার মধ্যে ২৫ হাজার দর্শকের মন জয় করে নিয়েছে।  ফুকরে ফ্র্যাঞ্চাইজির বিখ্যাত পরিচালক  মৃগদীপ সিং লাম্বা ও ধর্মা প্রোডাকশন ও মহাবীর জৈন ফিল্মসের প্রযোজনায় ২০২৬ সালে ১৪ আগস্ট নাগ পঞ্চমীর দিন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

ইতিমধ্যে মোশন পোস্টারটিতে আমরা দেখতে পাচ্ছি শার্টবিহীন নীল জিন্স পরা কার্তিক আরিয়ানের পিঠ ক্যামেরার দিকে, দূরে একটি শহরের দিকে তাকিয়ে আছেন, এবং তার চারপাশে ঘিরে রয়েছে অজস্র সাপ। এবং কার্তিকের গোটা পিঠ ধীরে ধীরে সবুজ এবং আঁশযুক্ত টেক্সচারে পরিবর্তিত হচ্ছে, ঠিক সাপের মতো। এবং ব্যাকগ্রাউন্ডে কার্তিক আরিয়ানের ভয়েসওভার শোনা যাচ্ছে।

https://www.instagram.com/p/DIvt6I4s16f/?igsh=YzljYTk1ODg3Zg==

তিনি বলছেন, “ ইচ্ছাধারী নাগ। রূপ বাদলনে কে শক্তি রাখনেওয়ালে সাপ। জয়েসি কি মে। প্রেমামবদেশ্বর প্যারে চাঁদ । উমর 631 সাল। ইনসানো ওয়ালি পিকচারে তো বহোত দেখলি আব দেখো নাগ ওয়ালি পিকচার” – এই ডায়লগের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবিটি সুপার ন্যাচারাল ছবি হওয়ার পাশাপাশি ফ্যান্টাসি-কমেডির গভীরে ডুব দেবে।

পোস্টারটি একদিকে যেমন গাঢ় ফ্যান্টাসি অনুভূতি তুলে ধরেছে তেমনি একটি বন্য, মজাদার অ্যাডভেঞ্চারের সুর তৈরি করেছে।

বলাই বাহুল্য এটি ক্রিয়েচার বেসড ছবি হওয়ায় Visual Effect ও সেট তৈরির দিকেই বেশি গুরত্ব দেওয়া হবে। এই গল্পটির মধ্যে প্রাণের সঞ্চার করতে মূল ভূমিকায় থাকবে VFX।

ইতিমধ্যে “নাগজিলা”-র মোশন পোস্টার তো সকলের মন জিতে নিয়েছে এবার অপেক্ষার পালা কতদিনে ছবির টিসার ও বাকি সমস্ত তথ্য সকলে সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts