Spread the love

আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখে পরে ঠোঁটের ওপর কিংবা গালের দুই পাশে সূক্ষ্ম সূক্ষ্ম রোমের সারি। আমরা কম বেশি সকলেই মুখের অবাঞ্ছিত রোমের কারণে অস্বস্তিতে পরি। তাই ফেসিয়াল হেয়ার পরিষ্কারের জন্য আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করি অথবা ওয়াক্সিং করি আবার কখনো কখনো বাড়িতে রেজারের সাহায্য নিই। তবে এইসব পন্থা অবলম্বন করলে ত্বকের ক্ষতি হয় বেশি। তাই জেনে নিন কোনও রকম ঝক্কি ছাড়াই ঘরোয়া উপায়ে মুখের অবাঞ্ছিত রোম দূর করবেন কীভাবে?

ওটমিল স্ক্রাবঃ 

  • ২ চামচ ওটমিলের সঙ্গে একটা গোটা পাকা কলা ভালো করে মিশিয়ে ১৫ মিনিট ধরে ম্যাসাজ করুন মুখে।
  • এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন, এই পদ্ধতিটি মুখের রোম তোলার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করবে।

পেঁয়াজের স্ক্রাবঃ  

  • ২ চামচ পেঁয়াজের রস, কয়েক ফোঁটা পাতিলেবুর রস, একটু কোলগেট, ও ১ চামচ চালের গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট।
  • এরপর হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিন আরও ৫-৭ ধরে। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করুন ভালো ফল পাবেন।

মধু ও লেবুর স্ক্রাবঃ

  • ২ চামচ মধু, ১ চামচ লেবুর রস, ও ১ চামচ চিনি সব উপাদান মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট।
  • এরপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এই পদ্ধতি রোম পাতলা করতে সাহায্য করবে।

ডিমের মাস্কঃ

  • ১ টা ডিমের সাদা অংশকে মিহি করে গুঁড়িয়ে নিয়ে তাতে ১ চামচ কর্ণফ্লাওয়ার ও ১ চামচ চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।
  • এরপর মুখে লাগিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে আস্তে করে টেনে তুলে ফেলুন।
  • এটি রোম ও ডেড সেল তুলতে সাহায্য করে।

উবটান ফেসপ্যাকঃ

  • ১ চামচ বেসন ও হলুদ, ২ চামচ টক দই, ১ চামচ চিনি এক সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন।
  • শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে আস্তে আস্তে তুলে ফেলুন।
  • এটি নিয়মিত ব্যবহার করলে রোম পাতলা হয়ে যাবে।

মুখের অবাঞ্ছিত রোম থেকে রেহাই পেতে আর পার্লারে যাওয়ার প্রয়োজন নেই ,একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপাদান ব্যবহার করেই সব সমস্যা দূর করুন।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts