আর মাত্র কিছু দিনের অপেক্ষা। দরজায় কড়া নাড়ছে বাংলার নতুন বছর। আর নববর্ষ মানেই শপিং এর ঢল নামে শহর জুড়ে। নতুন জামা থেকে শুরু করে জুতো কেনাকাটার তালিকায় বাদ থাকে না কিছুই। তবে এই নববর্ষে নিজেকে সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে সাজিয়ে তুলুন আপনার অন্দরমহলকে। রইল কিছু টিপস যা আপনার ঘরকে নববর্ষের সাজে আলোকিত করবে।

দেওয়াল আর্টঃ
- নববর্ষে সাবেকিয়ানার কথা মাথায় রেখে দেওয়ালে ট্র্যাডিশনাল আর্ট বা আলপনা করতে পারেন।
- এছাড়া বিভিন্ন পটচিত্র, রেডিমেড ওয়াল হ্যাংগিং ব্যবহার করতে পারেন।

নতুন পর্দা ও কুশনের ব্যবহারঃ
- বাঙালির ঘরোয়া আবহ বজায় রাখতে কাঁথা সেলাই না ব্লক প্রিন্টেড কটন পর্দা ব্যবহার করতে পারেন।
- যদি কেউ পর্দা বদলাতে না চান তাহলে রঙিন ওড়না কিনে আনুন পর্দার সঙ্গে ঝুলিয়ে দিন। ঘরের লুক চেঞ্জ হতে বাধ্য।
- বসার ঘরে রঙিন ট্র্যাডিশনাল প্রিন্টেড কুশন কভার, টেবিল ক্লথ ব্যবহার করুন।

রঙিন আলো বা ফেয়ারি লাইটঃ
- ছোটো ছোটো LED ফেয়ারি লাইট দিয়ে বারান্দা ও ঘরকে সাজিয়ে তুলতে পারেন।
- এছাড়া এসেনশিয়াল ক্যান্ডেলের আলোয় ও সুগন্ধে ভরিয়ে তুলতে পারেন আপনার অন্দরমহলকে

লোকশিল্প বা হস্তশিল্প দিয়ে সাজিয়ে তুলুনঃ
- বসার ঘরে গতানুগতিক সোফার বদলে বেতের মোড়া ব্যবহার করতে পারেন
- টেবিলের ওপর টেরাকোটার মূর্তি বা যে কোনও হস্তশিল্প ব্যবহার করে বাড়িতে আনতে পারেন বাংলার ছোঁয়া

আর্টিফিশিয়াল ফুলের ব্যবহারঃ
- ঘরের দরজায়, বা জানালায় ফুলের ব্যবহার করতে পারেন
- ছোটো ছোটো ফুলের টব বসার ঘরে সাজিয়ে রাখতে পারেন

ডাইনিং টেবিলের সাজঃ
- ট্র্যাডিশনাল কাঁসার থালা বা ডিজাইন করা মাটির থালা ও সঙ্গে লাল-সাদা রঙের রানার টেবিলে বিছিয়ে রাখুন
- সেন্টারপিসে ছোটো মাটির হাঁড়িতে ফুল বা ফল সাজিয়ে রাখুন
- এছাড়া প্রত্যেকের থালার পাশে রাখুন একটা করে ছোটো তাল পাতার হাত পাখা। বাঙালিয়ানায় ভরে উঠবে খাবার টেবিল।
এই নববর্ষে এমনভাবে ঘর সাজিয়ে তুলুন যাতে শুধু অতিথিদের নয়, আপনারও মন বলে উঠবে– “আহা কি আনন্দ আকাশে বাতাসে…”