Spread the love

অনেক আগেই বিদায় নিয়েছে শীত। বাইরে এখন বইছে বাসন্তিক হাওয়া। বসন্ত মানেই সরস্বতী পুজো, বসন্ত মানেই প্রেম, আর বসন্ত মানেই উৎসব। আগুন রঙা কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে রাস্তা। সকাল থেকে একটানা কোকিলের কুহুস্বর জানান দিচ্ছে ‘লাগল যে দোল…’

দোলে রঙ তো খেলতেই হবে। কিন্তু দেখবেন, রঙ খেলতে গিয়ে চুলের যেন কোনও ক্ষতি না হয়। তার জন্য রইল কিছু আগাম টিপস্‌-

1. দোলের দুদিন আগে থেকে শ্যাম্পু করবেন না। এতে চুলের যে প্রাকৃতিক তৈলাক্ত ভাব তা বজায় থাকবে। চুল বেশি তেলতেলে থাকলে তখন রং বসার কোনও সুযোগ থাকবে না। খারাপ রঙের হাত থেকে চুল রক্ষা পাবে।

2. রং খেলতে যাওয়ার আগে চুলে ভাল করে নারকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে নিন। তাহলে চুল অনেক বেশি নরম থাকবে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে নারকেল তেল আর অলিভ অয়েল।

3. যদি বাড়িতে হোলি খেলছেন, তাহলে চুলে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য ক্যাস্টর অয়েলে লেবুর রস মিশিয়ে চুলে ভালোভাবে লাগান। এতে আপনার চুল ঠিকমতো ঢেকে যাবে। এটি ব্যবহারের পর চুলে রং লেগে যাবে না।

4. আপনার যদি লম্বা চুল থাকে, তবে আপনার চুল খোলা রেখে কখনই হোলি খেলবেন না। হোলি খেলার আগে চুল ভালো করে বেঁধে নিন। আপনি যদি বান বাঁধতে না পারেন, তাহলে আপনার চুলে একটি পনিটেল বেঁধে নিন।

5. যদি আপনার চুল ছোট হয় তবে একটি ক্যাপ বা স্কার্ফের সাহায্যে আপনার চুলগুলি সঠিকভাবে ঢেকে রাখুন। যাতে চুল রঙ থেকে দূরে থাকে।

6. চুলে আবির লাগলে চুল রুক্ষ্ম হয়ে যায়। আবিরের গুঁড়ো অনেকদিন পর্যন্ত চুলের গোড়ায় আটকে থাকে। তাই প্রয়োজন হলে দোলের আগেই চুলের ডগা ছেঁটে রাখুন। এতে চুল নষ্ট হবে না আর দেখতেও ভাল লাগবে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Related Posts