প্রতিনিয়ত যদি অপরিষ্কার চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার হয়, তাহলে সেখান থেকে চুলের অনেক ক্ষতি হয়। আর যদি আপনার মাথা ও চুলে খুশকির সমস্যা থাকে, তাহলে চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার না করলে এই সমস্যার কোনওদিনই সমাধান হবে না। তাই চিরুনি বা হেয়ার ব্রাশকে সব সময় পরিষ্কার রাখুন। কীভাবে করবেন? জেনে নিন-
1. ভিনিগার
- ব্যবহার করুন ভিনিগার। এতে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এজেন্ট রয়েছে, যা চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার করার ক্ষেত্রে সহজ সমাধান।
- এর জন্য প্রয়োজন শুধু ২ কাপ সাদা ভিনিগার এবং ২ কাপ জল। একটি সসপ্যানে ২ কাপ করে ভিনিগার এবং জল যোগ করুন।
- এবারে সেটাকে ১৩০ ডিগ্রি ফারেনহাইটে ফুটিয়ে নিন। মিশ্রণ ফুটিয়ে নিলে এটি চিরুনিতে থাকা ব্যাকটেরিয়া এবং জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে।
- জমা ময়লা বের হওয়া অবধি এটি ভিনিগারে ডুবিয়ে রাখুন। হয়ে এলে, সাধারণ গরম জলে কিছুক্ষণ চিরুনিটা ডুবিয়ে রাখুন। এতে ভিনিগারের গন্ধ কেটে যাবে।
2. বেকিং সোডা
- একই ভাবে বেকিং সোডা ব্যবহার করেও আপনি চিরুনি পরিষ্কার করতে পারবেন।
- এর জন্য প্রয়োজন বেকিং সোডা আর শ্যাম্পু। একটি বাটিতে গরম জল নিন। তাতে এক চামচ করে শ্যাম্পু ও বেকিং সোডা যোগ করুন।
- এবার তাতে চিরুনিটা ডুবিয়ে দিন।
- পুরনো দাঁত মাজার ব্রাশ ব্যবহার করে চিরুনি থেকে ময়লা সরিয়ে নিন। এই পদ্ধতিতে চিরুনি হয়ে উঠবে নতুনের মতো, আর ইনফেকশনের আশঙ্কাও দূর হবে।