Spread the love

শীতের আগেই অনেকে চুল কাটিয়ে নেয় অথবা শেপ করে নিতে পছন্দ করে। তার কারণ এই সময়টা চুল মেনটেন করা সমস্যা। বড় চুল থাকলে প্রতিদিন শ্যাম্পু করা হয়তো হয়ে ওঠে না। ছোট চুলের ক্ষেত্রে সেই সমস্যা কম। তবে কয়েকটা বিষয় মেনে চললেই চুল ভাল থাকবে শীতকালেও।

তেলে চুল তাজা

ছোটবেলায় চুলে তেল দিয়ে টেনে বেঁধে দিতেন মা, মাসিরা। এই নস্টালজিয়া এখনও অনেকেরই রয়েছে। শীতে ফের ফিরে যান পুরনো দিনে। যেহেতু এই সময় চুল স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, তাই ময়শ্চারের বিশেষ প্রয়োজন। সপ্তাহে অন্তত তিনদিন স্নানের আধ ঘণ্টা আগে তেল গরম করে চুলে মাসাজ করুন।

হেয়ার প্রোটেকশন

বাড়ির বাইরে বেরোলে যেমন মুখে সানস্ক্রিন মাখেন, তেমনই চুলের ক্ষেত্রেও প্রোটেকশন দরকার। অন্তত শীতের সময় হেয়ার সিরাম ব্যবহার করুন। স্নানের পর প্রয়োজন মতো সিরাম লাগিয়ে বাড়ির বাইরে বেরোবেন। এতে বাইরের ধুলো, ময়লা থেকে আপনার চুল রক্ষা পাবে ।

হেয়ার প্যাক

মধুর সঙ্গে কলা বা অ্যালোভেরা জেল মিশিয়ে ঘরোয়া হেয়ার প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে অন্তত ৩০ মিনিট শুকিয়ে যাওয়ার সময় দিন। এরপর হালকা গরম জলে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। অবশ্যই কন্ডিশনার লাগাবেন। সপ্তাহে অন্তত তিনদিন এই প্যাক ব্যবহার করলে চুল থাকবে মসৃণ এবং উজ্জ্বল।

হেয়ার স্পা

চুল ভাল রাখতে মাসে একবার করে হেয়ার স্পা করা উচিৎ। তবে শীতে বিশেষ যত্নের প্রয়োজন। সে কারণে সপ্তাহে দু’বার করে স্পা করাতে পারেন। সঠিক মাসাজ এবং স্টিম নিলে রক্ত সঞ্চালনও ভাল হবে। এতে ভাল থাকবে আপনার চুল।

পুষ্টিকর খাবার

আপনার ডায়েটের প্রতিফলন দেখা যাবে ত্বকে এবং চুলে। তাই ডায়েটে ফল বা শাকসবজির মতো পুষ্টিকর খাবার রাখাটা বাধ্যতামূলক। একই সঙ্গে পরিমাণ মতো জল খেতে হবে। তবেই চুল গোড়া থেকে মজবুত হবে।

Related Posts