Spread the love

পাতলা ঠোঁট নিয়ে হীনমন্যতায় ভুগছেন? মেক-আপের সাহায্যে পাতলা ঠোঁটও হয়ে উঠতে পারে মোহময়।

মেক-আপ দিয়ে ঠোঁট প্লাম্প করা যায়, তবে একেবারে আপনার ঠোঁটের আকার কিন্তু বদলে যাবে না। কিছু মেক-আপ ব্র্যান্ড আছে, যাদের বিশেষ লিপ মেক-আপ পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে আপনার ঠোঁট সুন্দর দেখাবে।

এ ছাড়া ঠোঁটের ভিতরদিকে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। এতে অপটিকাল ইলিউশন তৈরি হয়। ঠোঁট আর পাতলা মনে হবে না।

অথবা চেষ্টা করুন যে শেডের লিপস্টিক লাগাচ্ছেন, এই রঙের চেয়ে গাঢ় শেডের লিপ লাইনার ব্যবহার করুন, আর এই লাইনিং-এর টান যেন ঠোঁটের বাইরের দিকে থাকে, ব্যাস। যাদের ঠোঁট খুব পাতলা এর ফলে তার চেয়ে অনেকটাই পুরু এবং সুন্দর দেখাবে। 

Related Posts