“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়” -জীবনানন্দ দাশের এই লেখাটি আজ সত্যিই বলতে ইচ্ছা করছে। হয়তো বিগত ৯ মাস ধরে সুনীতারাও এইভাবে পৃথিবীতে ফিরে আসার দিন গুণছিলেন।

আজ অবশেষে সব উৎকণ্ঠার অবসান হল, সাফল্যের সঙ্গে সুনীতা উইলিয়াম সহ চার মহাকাশচারীকে নিয়ে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডার উপকূলে অবতরণ করে ড্রাগন যান।
মহাকাশে যাওয়ার যাত্রা শুরু হয় ৫ জুন ২০২৪ -এ। পৃথিবীতে ফেরার কথা ছিল ঠিক ৮ দিন পর ১৪ জুন।
কিন্তু, যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মহাকাশেই আটকে পড়েন তারা।
২০২৪ -এর সেপ্টেম্বরে নাসার মহাকাশচারী নিক হগ ও রসকসমস নভোচর আলেকজান্দ্র গর্বুনভ মহাকাশ স্টেশনে পৌঁছান।
১২ মার্চ সুনীতাদের ফেরাতে স্পেসএক্স ক্রু ১০ মিশন পাড়ি দেওয়ার ৪৫ মিনিট আগে বাতিল হয়।
১৬ মার্চ ক্রু ১০ সফলভাবে অবতরণ করে স্পেস স্টেশনে।
অবশেষে ১৮ মার্চ সুনীতা ও তার সহ সঙ্গীদের নিয়ে শুরু হয় পৃথিবীতে ফেরার যাত্রা।
সব বাধা পেরিয়ে অবশেষে ভারতীয় সময় ঠিক রাত ৩ টে ৩১ মিনিটে, ১৭ ঘণ্টার যাত্রা শেষে করে পৃথিবীর ছোঁয়া পেলেন সুনীতারা।