Spread the love

গ্রীষ্মকালে বিয়ে হওয়া এখন আর নতুন কিছু নয়। তবে এই সময়ে বর ও কনের আরাম নিশ্চিত করতে কিছু বাড়তি প্রস্তুতি প্রয়োজন। শুধু সাজ-পোশাক নয়, সারা দিনের ফ্রেশনেস ধরে রাখাও দরকারি। তাই এই গরমে বর আর কনে কীভাবে স্টাইলিশ, আরামদায়ক আর ফ্রেশ থাকবে তার জন্য রইলো কিছু দরকারি টিপস, যা আপনার বিয়ের দিনটিকে গরমের মাঝেও করে তুলবে স্বস্তিদায়ক ও স্মরণীয়।

বর ও কনের জন্য কিছু টিপসঃ

১। সারাদিন হাইড্রেটেড থাকাটাই গরমে বাঁচার উপায়। সবসময় হাতের কাছে নারকেল জল, ঘোল, লেবু জল বা ইলেকট্রোলাইট পানীয় রাখুন।

২। অয়েল কন্ট্রোল, ওয়াটারবেসড স্কিনকেয়ার আর মেকআপ ব্যবহার করুন।

৩। হালকা ঘামের গন্ধ দূরে রাখতে লং-লাস্টিং বডি স্প্রে বা মিস্ট লাগান, পারফিউম নয়—তা ঘামে মিশে ভারী হয়ে যেতে পারে।

৪। বিয়ের দিন মেকআপ করার আগে মুখে আইস কিউব দিয়ে হালকা ম্যাসাজ করুন তাতে স্কিন ঠান্ডাও থাকবে আর ঘাম কম হবে।

৫। বিয়ের আগে শেভ করলে ত্বক সংবেদনশীল থাকে। অ্যালো ভেরা জেল লাগালে ঠান্ডা হবে স্কিন ও র‍্যাশ হবে না।

৬। হালকা রঙের (প্যাস্টেল শেডস) জামা পরুন, গরমও কম লাগবে, আর ছবিতেও ভালো দেখাবে।

৭। সানগ্লাস ব্যবহার করুন – স্টাইলিশ ও সুরক্ষিত দুটোই।

 ৮। বিয়ের ভেন্যু ইনডোর হলে পর্যাপ্ত এসি বা কুলার রাখার ব্যবস্থা করুন। আউটডোর হলে ইনডাস্ট্রিয়াল ফ্যান বা মিস্ট ফ্যান রাখুন—এখন অনেক ভেন্যুতেই এগুলো ভাড়া পাওয়া যায়।

৯। ছোট হ্যান্ডফ্যান বা ইউএসবি ফ্যান সঙ্গে রাখলে অনেকটাই আরাম। ঘাম আটকাতে ব্লটিং পেপার বা টিস্যু অবশ্যই রাখুন।

১০। একটানা বিয়ের সব নিয়ম চললে বা স্টেজে বসে থাকলে শরীর গরম হয়ে যায়, অস্বস্তি হয়। তাই ঘন্টা খানেক পর পর কয়েক মিনিট করে ব্রেক নিন, কুলিং এরিয়ায় ঢুকে বসুন, জল বা ফল জাতীয় কিছু খান যাতে শরীর ঠান্ডা হয়।

তাপমাত্রা বাড়ুক, তবু বিয়ের দিনে আপনার স্টাইল আর স্মাইল যেন চলে না যায়। এই সহজ কিছু টিপস মেনে চললেই বিয়েটা হবে গরমেও মধুর আর একেবারে ওয়েডিং গোলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts