ঘর হল প্রতিটি মানুষের কাছে মায়ের কোলের মতো, যেখানে অপার শান্তি পাওয়া যায়। দিনশেষে সমস্ত স্ট্রেস ও ক্লান্তি মুছে দেয় নিজের ঘর। আর এ জন্য সেই ঘরকে এমনভাবে সাজিয়ে তুলুন যাতে বারবার সেখানে ফিরে আসতে মন চায়। রইল ঘর সাজানোর টিপস-

১। আলোর রোশনাই
একটা ঘরকে মায়াবী আর মোহময়ী করে তুলতে পারে আলো। তাই আপনার ঘরে স্মার্ট বাল্ব বা ফেয়ারি লাইট লাগাতে পারেন। রং বেরঙের আলো দিয়ে ঘরকে সাজিয়ে তুলুন। এছাড়া পূর্ণিমার সময় জানলা দরজা খোলা রাখুন, এতে জ্যোৎস্নার আলো পড়ে ঘর আরও স্নিগ্ধ দেখায়।

২। সুগন্ধি মোমবাতি
আপনার ঘরকে সুন্দর করে তোলার পাশাপাশি সুগন্ধময় করে তুলুন। তার জন্য আপনি হালকা সুগন্ধি মোমবাতি দিয়ে ঘর সাজাতে পারেন। এতে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসবে। আর ক্লান্তি কাটবে।

৩। দেওয়ালচিত্র
শিল্প মানুষের মন ও জীবন দুটোতেই অনেক বেশি শান্তি নিয়ে আসে। আপনারা আপনাদের পছন্দমতো কোনও ড্রয়িং বা ওয়ালহ্যাঙ্গিং টাঙিয়ে রাখুন। এতে ঘরের শোভা যেমন বাড়বে, তেমন মনের মধ্যে শৈল্পিক চিন্তাভাবনা গড়ে ওঠবে।

৪। ছোট্ট লাইব্রেরি
বইয়ের থেকে বড় বন্ধু নেই। ঘরের এক কোণায় বানিয়ে ফেলুন ছোট্ট একটা লাইব্রেরি। শরীরে ক্লান্তি থাকলে সেখান থেকে পছন্দমতো একটা বই তুলে পড়তে শুরু করে দিন। বই মনে একটা ইতিবাচক অনুভূতি দেয়। আর ক্লান্তিও দূর হয়ে যাবে।