বসন্ত উৎসব মানেই মানুষের জীবনে খুশির ছোঁয়া। ভালোবাসার রঙে মানুষ তাদের প্রিয়জনদের রাঙিয়ে তোলে। আর এত আনন্দের পরে যখন চুলের দিকে তাকানো হয়, তখন কীভাবে রঙ তোলা যায় সেই ভাবনাই মাথায় ঘোরে। তবে এর জন্য বেশ কিছু টিপস মেনে চললেই কেল্লাফতে।

- মাথায় প্রচুর পরিমাণে আবির থাকলে চুল ধোওয়ার আগে ভাল করে আঁচড়ে নিতে হবে। যাতে অধিকাংশ আবির ঝরে পরে যায়। তারপর আলতো করে চুল ধুয়ে নিন।
2. পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। মাথার স্ক্যাল্প থেকে আলতো করে ঘসে ঘসে রঙ তোলার চেষ্টা করুন।
3. শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। তাতে রঙের কারণে চুলে যে রুক্ষতা সৃষ্টি হয় তা দূর হয়।

4. চুল ধোওয়ার পরে হেয়ার ড্রায়ার ব্যবহার না করে যতটা সম্ভব প্রাকৃতিক ভাবে চুলকে শুকিয়ে নিতে হবে। এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে চুল আরও ক্ষতিগ্রস্থ হয়।
5. এরপর চুলকে আরও মসৃণ ও সুন্দর করার জন্য হেয়ার সিরাম ব্যবহার করুন।