Spread the love

আলু খেতে চায় না, এমন কাউকে খুঁজে বের করা সত্যিই কঠিন। এমনকী যারা কোনও সবজি খেতে চায় না, তারাও আলু খেতে ভালোবাসেন। তবে এবার শুধু স্বাদের জন্যই নয়, আলুকে রূপচর্চাতেও ব্যবহার করতে পারবেন। কোরিয়া, চীন, জাপানে বহু বছর ধরে রূপচর্চার কাজে আলুর ব্যবহার হয়ে আসছে। চোখের নিচে ডার্ক সার্কল, মুখের কালো দাগ কমানোয় আলু একনম্বর। দেখে নিন কীভাবে ত্বকের যত্ন নিতে আলু ব্যবহার করবেন।

চোখের জন্য

শসা বা গ্রিন টি ব্যাগ দিয়ে চোখের যত্নের কথা তো জানেনই। তবে, আলুর মধ্যেও একইরকম গুণ রয়েছে। আলু পাতলা চাকা করে কেটে চোখের উপর চাপা দিয়ে ১০-১৫ মিনিট শুয়ে থাকলে ডার্ক সার্কল থেকে শুরু করে চোখের নিচের ফোলাভাবও কমে যায়। চোখ ঝকঝকে সতেজ দেখায়।

ব্রণর দাগ কমাতে

ব্রণর দাগ সরিয়ে ফেলতেও সাহায্য করে আলু। আলু কুরিয়ে রস বের করে নিন। এই রসটা সারা মুখে মেখে ১৫ মিনিট রেখে দিন, শুকনো হয়ে যাবে। তারপর জল দিয়ে ধুয়ে নিলেই হল। ১-২ মাস নিয়মিত লাগালেই সমস্ত দাগ হালকা হতে হতে উঠে যাবে।

ত্বকের রং উজ্জ্বল করতে

আলু কুরিয়ে রস বের করে নিন। ৩ টেবিলচামচ আলুর রসের সঙ্গে ২ টেবিলচামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা মুখে আর গলায় মেখে ১০-১৫ মিনিট রেখে দিন, যাতে শুকিয়ে যায়। তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচেভাব দ্রুত কেটে গিয়ে ত্বক উজ্জ্বল হয়।  

বয়সের ছাপ আটকায়

আলুতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন সি। মুখ থেকে বয়সের দাগছোপ, বলিরেখা দূর করতে আলু কাজে লাগাতেই হবে। আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন, এবার সেই পেস্টটা মুখে মাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ফল পাবেনই।

সানবার্ন

রোদে পোড়া দাগ ও জ্বালাভাব ঝটপট কমাতে বেছে নিন আলু। আলু পাতলা চাকা করে কেটে পোড়া অংশের উপরে লাগিয়ে রাখুন, ২০ মিনিট পরে তুলে নিন। আলুর স্লাইসের বদলে আলুর রসও লাগাতে পারেন। জ্বালাপোড়াভাব নিমেষে শীতল হয়ে যাবে, পোড়াদাগও থাকবে না।

স্কিন ড্রাই হয়ে গেলে

শীতের দিনে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে? তাহলে, একটা আলু আর আধচামচ টক দই নিন। আলুটা কুরিয়ে নিয়ে তার মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মুখে মেখে ২০ মিনিট রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু ত্বকের শুষ্কভাব সরিয়ে আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে।

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts