Spread the love

নববর্ষ মানে শুধু নতুন বছরে প্রবেশ নয়। বাংলা নববর্ষ মানে নতুন আশা ও স্বপ্নে মোড়া আরও এক এগিয়ে চলার শপথ। ধারায়। বাঙালিদের কাছে এক আবেগের নাম পয়লা বৈশাখ। আর এদিন উৎসবের দিনে কেউ শাড়ি পড়েন, কেউ চুড়িদার আবার কেউ আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তোলেন। তাই পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার মেকআপ-কেও নজরকাড়া করে তোলার কিছু সহজ টিপস রইল আপনাদের জন্য…        

মুখের মেকআপ – এই গরমে এমনভাবে মেকআপ করতে হবে যাতে খুব চড়া না লাগে আবার দেখতেও সুন্দর লাগে।  

  • প্রথমে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ময়েশ্চরাইজার লাগানোর পর মুখে ও বডিতে ভালোভাবে সানস্ক্রিন মাখুন।
  • গরমে মেকআপকে অনেকক্ষণ স্টে করাতে হলে প্রাইমার লাগান এবং ব্রাশের সাহায্যে মুখে হালকা করে পাউডার দিয়ে সেট করে নিন।  
  • এরপর ফেসে প্রয়োজনমতো জায়গায় কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন।
  • মুখে একটু ব্লাশ লাগিয়ে নেওয়ার পর সেটিং স্প্রে লাগাতে ভুললে কিন্তু হবে না। তাহলে বাইরে এই গরমেও মেকআপ অনেকক্ষণ ভালো থাকবে।

চোখের কারুকাজ – মুখকে আকর্ষণীয় করে তুলতে চোখকে সুন্দর করে আঁকতে হবে। 

  • সবসময় চেষ্টা করবেন চোখে ওয়াটার প্রুফ আই লাইনার, কাজল ও মাসকারা লাগাতে। যদি বাঙালিয়ানা বা সাবেকিয়ানার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে একটু চওড়া করে আই-লাইনার পরুন।  
  • আপনার পোশাকের সাথে মানানসই আইস্যাডো বেছে নিন।
  • এর সঙ্গে যত্ন নিয়ে আইব্রো আঁকুন।  

ঠোঁটে মানানসই লিপস্টিক – লিপস্টিক ছাড়া কোনও সাজই সম্পূর্ণ হয় না। তাই লুকের সঙ্গে মানানসই লিপস্টিক পরতে হবে।

  • ট্র্যাডিশনাল লুক হলে পোশাকের কালারের সাথে ম্যাচিং করে একটু ডিপ কালারের লিপস্টিক পরতে পারেন।
  •  ওয়েস্টার্ন লুকের ক্ষেত্রে ন্যুড বা পিচ কালারের লিপস্টিকও পরতে পারেন।   

এবার চটপট রেডি করে ফেলুন পয়লা বৈশাখের প্ল্যানিং। নতুন বছরে নতুন সাজে আরও রঙিন হয়ে উঠুক আপনার আগামী দিনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts