Spread the love

ওজন যেমনই হোক, রোগা দেখানোর জন্য কেমন জামা পরবেন?

রোগা বা মোটা হওয়াটা সবসময় আমাদের হাতে থাকে না। কিন্তু জামা কাপড় যদি বডি টাইপ অনুযায়ী পরতে পারেন, মানে স্টাইলিং করতে পারেন ঠিক করে, তবে আপনাদের সবাইকেই সুন্দর দেখাবে। রইল ৩টি টিপস।

১। গাঢ় রঙের পোশাক বেছে নিতে পারেন। বিশেষত চেষ্টা করুন বটম ওয়্যারটা ডিপ কালারের পরতে।

২। দোপাট্টা বা ওড়না গলায় নেওয়ার বদলে একপাশে ঝুলিয়ে

নিন।

৩। আপার বডি ভারী হলে কোনও স্কার্ফ ঝুলিয়ে নিতে পারেন গলায়।

Related Posts