Spread the love

আজকাল মেকআপ করতে কে না ভালবাসে। আর মেকআপের আসল কারুকার্য লুকিয়ে থাকে ছোট ছোট খুঁটিনাটির মধ্যে। তবে সেই খুঁটিনাটির রাজ্যে ভ্রু হলো অন্যতম। সঠিকভাবে আঁকা একজোড়া ভ্রু শুধু চোখকেই নয়, পুরো মুখাবয়বকেই প্রাণবন্ত করে তোলে। কিন্তু প্রত্যেক মুখের আকার আলাদা, তাই ভ্রুর স্টাইলও হওয়া উচিত আলাদা আলাদা। চলুন জেনে নিই, আপনার মুখের আকৃতি অনুযায়ী কীভাবে আঁকবেন একজোড়া নিখুঁত ভ্রু-

গোল মুখের জন্য

  • গোলাকার মুখের ক্ষেত্রে ভ্রুর আকার গুরুত্বপূর্ণ
  • গোল মুখে সাধারণত প্রস্থের তুলনায় দৈর্ঘ্য কম থাকে। তাই একটু অ্যাঙ্গেলযুক্ত, উঁচু আর্চ যুক্ত ভ্রু এ ধরনের মুখকে লম্বা দেখাতে সাহায্য করে
  • ভ্রুর মাঝ বরাবর একটি শার্প আর্চ তৈরি করুন
  • ভ্রু খুব বেশি মোটা বা একেবারে পাতলা করবেন না — মাঝারি ঘনত্ব রাখুন

ডিম্বাকৃতি মুখ

  • এ ধরনের মুখের সৌন্দর্য বাড়াতে চাইলে কপাল, গাল, নাক ও চোখের সঙ্গে ভারসাম্য রেখে ভ্রু আঁকতে হবে
  • যেহেতু ডিম্বাকৃতি মুখে কপালের গঠন কিছুটা চওড়া, তাই ভ্রুতে এমন আকার দিতে হবে, যাতে মুখ দেখতে গোল না লাগে
  • অতিরিক্ত আর্চ না দিয়ে স্বাভাবিক কার্ভ বজায় রাখুন
  • ভ্রুর শুরু, মাঝামাঝি ও শেষের পয়েন্ট একটানা হালকা বাঁকে রাখুন

চারকোনা (স্কয়ার) মুখের জন্য

  • চারকোনা মুখের ফিচারগুলো হয় সাধারণত শার্প, বিশেষ করে চোয়ালের অংশ
  • তাই ভ্রুতে একটা নরম কিন্তু স্পষ্ট আর্চ তৈরি করে সেই শার্পনেসকে ব্যালান্স করা প্রয়োজন
  • হালকা উঁচু আর্চ রাখুন
  • ভ্রুর লেজ (টেল) একটু লম্বা করে দিন, যাতে মুখ আরও সফট দেখায়

হার্ট শেপ মুখের জন্য

  • হার্ট শেপ মুখের বৈশিষ্ট্য — প্রশস্ত কপাল আর সরু চোয়াল
  • এই ধরনের মুখে হালকা বাঁকানো, নরম ভ্রু সবচেয়ে মানানসই
  • সূক্ষ্ম আর্চ তৈরি করুন
  • ভ্রুর লেজ খুব বেশি নিচে নামাবেন না, যেন মুখ ভারী না দেখায়

লম্বাটে মুখের জন্য

  • লম্বা মুখে মুখের দৈর্ঘ্য প্রাধান্য পায়, তাই ভ্রুর নকশায় প্রস্থ বাড়ানো দরকার
  • সোজাসুজি (স্ট্রেট) ভ্রু আঁকুন, খুব বেশি আর্চ তৈরি করবেন না
  • ভ্রুর দৈর্ঘ্য একটু বাড়িয়ে দিন, যাতে মুখ কিছুটা প্রশস্ত দেখায়

এক্সট্রা টিপসঃ

  • ভ্রু শুরু হচ্ছে নাকের কিনারা বরাবর
  • ভ্রুর আর্চ হল- নাকের কিনারা থেকে চোখের আইরিসের বাইরের দিক বরাবর
  • ভ্রুর শেষ হল- নাকের কিনারা থেকে চোখের বাইরের কোণ বরাবর
  • ভ্রু আঁকার সময় সঠিক শেডের পেন্সিল বা পাউডার ব্যবহার করুন, চুলের রঙের সঙ্গে মিলিয়ে
  • ভ্রুর নিচের অংশ হালকা কনসিলার দিয়ে পরিষ্কার করে নিলে আরও ডিফাইনড লুক পাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts