Spread the love

গরমের এই তীব্র রোদে বাইরে বেরোলে ট্যান পড়া থেকে রেহাই পাওয়ার কোনও উপায় নেই। কয়েক মিনিট বাইরে থাকলেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে, পড়ছে অবাঞ্ছিত ট্যান। আর রোজ রোজ পার্লারে গিয়ে ট্যান তুলতে গেলে পকেটে লাগবে ধাক্কা। তাই জেনে নিন ঘরে বসে কীভাবে প্রাকৃতিক উপয়ে ট্যান তুলতে পারবেন।  

মধু ও লেবুর রসের স্ক্রাবঃ ১ চামচ মধুর সঙ্গে এক টুকরো লেবুর রস ও কিছুটা চিনি মিশিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নিন। প্রতিদিন অন্তত ১ বার করে এই স্ক্রাব ব্যবহার করুন।  খুব সহজে ট্যান থেকে মুক্তি পাবেন।

দই বেসনের প্যাকঃ ১ চামচ বেসন, ২ চামচ টক দই ও কয়েক ফোঁটা গোলাপ জল একসঙ্গে ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে, সপ্তাহে ২-৩ বার স্নান করতে যাওয়ার আগে মুখে, হাতে, গলায়, মেখে নিন। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ট্যান দূর করতে অনেকটাই সাহায্য করবে।

টমেটোর রসঃ ট্যান দূর করতে টমেটোর রস কার্যকরী উপায়। প্রত্যেকদিন টমেটোর রস মুখে মেখে, বেশ কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

দই ও হলুদের প্যাকঃ দই ও হলুদ সমপরিমাণে নিয়ে প্যাক বানিয়ে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। এটা ত্বকের ট্যান দূর করে উজ্জ্বলতা বাড়াবে।

আলু ও হলুদঃ ট্যান রিমুভ করতে আলু ও হলুদের জুড়ি মেলা ভার। এক চামচ আলুর রস ও সামান্য পরিমাণে হলুদ নিয়ে পেস্ট বানিয়ে ট্যানড জায়গায় লাগান।

মুসুর ডালের প্যাকঃ মুসুর ডাল বাটার সঙ্গে শসার রস অথবা ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক তৈরি করুন। হাতে, মুখে, গলায় মেখে মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। ত্বকের ট্যান উঠে যাবে।

উপরের টিপসগুলো ফলো করুন আর খুব সহজে মুখ থেকে ট্যান দূর করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts