Spread the love

পয়লা বৈশাখ মানেই শুধু মিষ্টি-মঙ্গল আর হালখাতা নয়, এখনকার দিনে এটা নিজের স্টাইল তুলে ধরার একটা পারফেক্ট দিন। মেয়েরা শাড়িতে মাতিয়ে রাখে, ছেলেরা তবে বাদ যায় কেন? তাই এই নববর্ষে চলুন দেখে নিই ছেলেদের জন্য কিছু স্টাইলিশ, আরামদায়ক এবং চোখে পড়ার মতো ফ্যাশন আইডিয়া, যা আপনাকে করে তুলবে একেবারে বৈশাখী হিরো।

১। ক্লাসিক পাঞ্জাবি লুকঃ

  • পয়লা বৈশাখ মানেই সাদা বা অফ-হোয়াইট কটন পাঞ্জাবি একদম ক্লাসিক বাঙালি চেহারা এনে দেয়।
  • এর সঙ্গে কনট্রাস্ট পায়জামা ট্রাডিশনাল ফিল বজায় রাখে।
  • যাদের একটু মসৃণ ফ্যাব্রিক পছন্দ, তারা সিল্ক বা লিনেনও ট্রাই করতে পারেন।

২। কাঁথা স্টিচ বা হ্যান্ড এমব্রয়ডার্ড পাঞ্জাবিঃ

  • হালকা হাতে কাজ করা পাঞ্জাবি এখন খুবই ট্রেন্ডি।
  • রাস্ট, হলুদ, কিংবা নীলচে রঙে কাঁথা কাজের পাঞ্জাবি দেখতে যেমন সুন্দর, তেমন আরামদায়ক।
  • সুতোর কাজ পছন্দ না হলে ফেব্রিকের কাজ করা পাঞ্জাবিও পরতে পারেন।

৩। প্রিন্টেড কুর্তা স্টাইলঃ

  • ব্লক প্রিন্ট, ঢাকাই প্রিন্ট বা ছোট মোটিফ প্রিন্ট করা কুর্তা বৈশাখী আবহে দারুন মানায়।
  • এগুলো সাধারণত পাতলা কটন বা হ্যান্ডলুম ফ্যাব্রিকে হয়, যা গরমেও আরামদায়ক।

৪। ফিউশন কুর্তা লুকঃ

  • শার্ট প্যাটার্ন কুর্তা বা শর্ট কুর্তার সঙ্গে সেমি-ফিটেড জিন্স, ট্রাউজার বা চিনো দারুন মানায়।
  • ট্রাডিশন ও ওয়েস্টার্ন লুকের মিশেলে এটি একেবারে ক্যাজুয়াল ও স্মার্ট অপশন।
  • সলিড কালারের কুর্তা যেমন হালকা নীল, মেরুন বা সেজ গ্রীন ট্রাই করা যায়।

৫। নেহরু কোট লুকঃ

  • সলিড কুর্তার উপর ব্যান্ড কলার নেহরু কোট পরলে প্রিমিয়াম ও ফর্মাল লুক তৈরি হয়।
  • উৎসব, অফিস অনুষ্ঠান বা বড়ো কোনো বৈশাখী জমায়েতে এই লুক একেবারে পারফেক্ট।
  • রঙে কনট্রাস্ট রেখে পরলে লুকটা আরও শার্প হয়।

৬। ধুতি – পাঞ্জাবিতে বাঙালিয়ানাঃ

  • যারা একেবারে ট্রাডিশনাল লুক ভালোবাসেন, তারা ধুতি–পাঞ্জাবি কম্বো ট্রাই করতে পারেন।
  • ধুতিতে চেকস, জামদানি বা পাড় দেওয়া ডিজাইন হলে আরও দারুন দেখায়।
  • এর সঙ্গে লাল বা গাঢ় রঙের পাঞ্জাবি পরলে একেবারে বৈশাখী লুক হয়ে যাবে।

নববর্ষে ছেলেদের সাজও হোক যত্নে আর ছন্দে। ট্রাডিশন আর ট্রেন্ড –দুটোকেই একসঙ্গে নিয়ে চলুন, কারণ নতুন বছর শুরু হোক নতুন স্টাইলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts