Spread the love

শীতকাল মানেই উৎসবের মেজাজ, খাওয়াদাওয়া, পার্টি আর টইটই করে ঘুরে বেড়ানো। মন খুলে সাজার সময় শীতকাল। কিন্তু শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটারই বারোটা বেজে যায়। তবে চিন্তার কিছু নেই, কিছু কৌশল আর কায়দা জানা থাকলেই এই সমস্যা সমাধান সম্ভব।

  • শীতে সকলকেই নিয়মিত স্ক্রাব করতে হবে।
  • শীতে ক্রিম, ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করা হয়। ফলে ত্বকের উপর পুরু ময়লার আস্তরণ পড়ে। মুখ ভাল করে ধুয়ে নিয়ে এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • এরপর প্রাইমার, ফাউন্ডেশন লাগান।
  • ত্বক বেশি শুষ্ক হলে ফেস পাউডার বাদ দিন।
  • ক্রিম ব্লাশ লাগিয়ে নিতে পারেন।
  • সুন্দর করে কাজল পরুন।
  • ঠোঁটে লিপ বাম লাগিয়ে তার উপর গাঢ় রঙের লিপস্টিক লাগান।
  • সব হয়ে গেলে দূর থেকে মেকআপ ফিক্সার বা রোজ ওয়াটার স্প্রে করে নিন। এতে মুখের তরতাজা ভাব বজায় থাকবে। সেই সঙ্গে শুকনোও লাগবে না।

Related Posts