আরও এক ম্যাজিকের অপেক্ষায় দর্শকমহল। বড় পর্দায় ফিরতে চলেছে আনন্দ কর ওরফে মৃত্যুঞ্জয় কর। নতুন রুপে; নতুন ভূমিকায়। প্রায় এক দশক পর সৃজিত মুখার্জী হেমলক সোসাইটি-কে পুনরুজ্জীবিত করতে চলেছেন কিলবিল সোসাইটি-এর মধ্যে দিয়ে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ১লা এপ্রিল এবং ইতিমধ্যেই তা ইউটিউবে প্রায় ২ লাখ ৪১ হাজারের বেশি ভিউজ ছুঁয়ে গেছে।

আমরা হেমলক সোসাইটি-এর ছোঁয়া তার সিকুয়েল কিলবিল সোসাইটি–এর ট্রেলার জুড়ে দেখতে পাই যেমন তার বেশ কিছু আইকনিক দৃশ্যকে ট্রেলারের মাঝে ঝলকের মতো ব্যবহার করেছেন পরিচালক, সৃজিত মুখার্জী। এছাড়া, ‘এখন অনেক রাত’ গানের কিছু সেকুয়েন্স, ‘আমার মতে তোর মতন কেউ নেই’ গানের মিউজিক- এই সবকিছুর মাধ্যমে তিনি দুটি ছবির মধ্যে সামঞ্জস্য গড়ে তুলতে চেয়েছেন। এবারে ছবির গল্প সুইসাইড-কে ঘিরে নয়, বরং সুপারি কিলিং-কে ঘিরে- “আমি আর ব্যাটম্যান নই, বহুদিন আগেই জোকার হয়ে গেছি। আমি আর হেমলক সোসাইটি চালাই না, কিলবিল সোসাইটি চালাই। আমরা ওরডার মাফিক খুন করি, তারপর বিল রেইস করি।”
আর মৃত্যুঞ্জয় কর হলেন সেই সুপারি কিলার যিনি কিলবিল সোসাইটি চালান। ট্রেলারের শুরুতে আমরা কৌশানী মুখার্জীকে পূর্ণা চরিত্রে গোলাপি ফ্রেমের চশমায় এবং ছলছলে চোখে দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই, সে নিজেকে খুন করার জন্য সুপারি কিলার হায়ার করে। ঘটনাচক্রে, সেই সুপারি কিলার হল পরমব্রত চট্টোপাধ্যায় ওরফে মৃত্যুঞ্জয় কর। পূর্ণার বাড়িতে তার এন্ট্রিও হেমলক সোসাইটি- এর স্মৃতিকে ফিরিয়ে আনে, যখন তার মুখে আমরা শুনতে পাই সেই আইকনিক ডায়লগ, ‘সুপ্রভাত’। এরপর আমরা পরম-কৌশানীর একটা অসাধারণ কেমিস্ট্রি দেখতে পাই পুরো ট্রেলার জুড়ে যা পুরনো পরম-কোয়েল-এর জুটির কথা আমাদের মনে করিয়ে দেয়। কৌশানী-কে আমরা তথাকথিত খোলস থেকে বেরিয়ে এক অন্যরুপে দেখতে পাই।

আমরা ছবিতে অঙ্কুশ হাজরা-কে ক্যামিও-তে দেখতে পাই। এছাড়া, ছবির গানগুলো ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। অসাধারন সেই পুরনো খুনসুটি, মৃত্যুর ছায়া থেকে আলোর রোশনাই-তে ফিরে আসার এক ইচ্ছাশক্তিকে আমরা খুঁজে পাচ্ছি ট্রেলারের মধ্য দিয়ে। কিন্তু সত্যিই কি এই মৃত্যুঞ্জয় কর মৃত্যুকে জয় করতে শেখাবে নাকি নিজেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। হেমলক সোসাইটি-তে পুরো ছবি জুড়ে যে ডার্ক হিউমার ছিল তা এই ছবিতে কতটা থাকবে সেটাই দেখার! কিলবিল সোসাইটি কতটা আউট অফ দ্যা বক্স হবে তা নিয়ে জল্পনা-কল্পনা তো রয়েছেই। তার সঙ্গে এই মুভি হেমলক সোসাইটি-কে টক্কর দিতে পারবে কিনা তা নিয়ে প্রত্যাশার ঝড় তুমুল।