Spread the love

যত সময় গড়াচ্ছে গরমের চোখ রাঙানি বেড়েই চলেছে। তাই এই ভরপুর গরমে নিজের পাশাপাশি বাড়িতে থাকা পোষ্যটির সঠিক ভাবে যত্ন নিন। কারণ এই সময়ে পোষ্যদের সঠিক যত্ন না নেওয়া মানে তাদের বিপদের দিকে ঠেলে দেওয়া। জেনে নিন এই গরমে কীভাবে ওদের যত্ন নেবেন…

  1. পোষ্যকে সর্বদা পরিষ্কার, পরিচ্ছন্ন রাখুন। স্নানের সময়ে উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
  2. গরম আবহাওয়ার কারণে দ্রুত ডিহাইড্রেশন হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান।
  3. ঘরের বিভিন্ন জায়গায় জলের পাত্র রেখে দিন, যাতে ঘুরতে ফিরতে জল খেতে পারে।
  4. ভোরে বা সন্ধ্যায় পোষ্যকে হাঁটতে নিয়ে যেতে পারেন, কারণ তখন তাপমাত্রা কম থাকে। দিনের তাপে পোষ্যদের বাইরে থাকা ঝুঁকিপূর্ণ।
  5. অতিরিক্ত হাঁপানি, লালা পড়া এবং হৃদস্পন্দন বৃদ্ধি, এসব লক্ষণ চোখে পড়লে তৎক্ষণাৎ পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এগুলি হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে।
  6. গরমে ফুটপাত বা রাস্তা দিয়ে পোষ্যকে হাঁটাবেন না, তাপে থাবা পুড়ে যেতে পারে। হাঁটানোর প্রয়োজন হলে বুট ব্যবহার করুন।
  7. পোষ্যকে বদ্ধ ঘরে রাখবেন না, খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন।
  8. অনেক পোষ্যদের গায়ে বেশি লোম থাকে, যার ফলে এই গরমে তারা অস্বস্তিতে পড়ে। তাই অতিরিক্ত লোম ছেঁটে দিন, তবে খেয়াল রাখবেন ত্বকের কোনও ক্ষতি যেন না হয়।

উপরে দেওয়া টিপস গুলো মেনে চলুন, আর এই গরমেও আপনার বাড়ির পোষ্যকে দিন সুস্থ ও আরামদায়ক জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts