Spread the love

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ (২২.০৩.২০২৫) সন্ধ্যায় ঘরের মাঠে ইডেনে চমকপ্রদ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হতে চলেছে ১৮ তম IPL এর আসর। এই দেড় মাসের টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বলিউড বাদশার টিম কলকাতা নাইট রাইডার্স(KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(RCB)। সঙ্গে থাকবে কিং খানের সঞ্চালনা, তাই বলার অবকাশ রাখেনা বিগত বছরগুলির থেকেও তাক লাগানো উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে এবার ইডেনে।

  • ভারতের সময় অনুযায়ী ঠিক সন্ধ্যে ৬:৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান

  • অনুষ্ঠানের শুভারম্ভ হবে বলিউড কিং শাহরুখ খানের সঞ্চালনা দিয়ে। তবে তিনি যে শুধুই সঞ্চালনায় থেমে থাকবেন তা নয়, পা মেলাবেন গানে গানে 
  • উপস্থিত থাকবে সংগীত জগতের আইকন শ্রেয়া ঘোষাল, যার সুরে মাতবেন সমগ্র কলকাতাবাসি
  • শুধু গান নয় নাচের তালে মাঠ মাতাবেন বলিউড স্টার দিশা পাটানি
  • দিশা পাটানির পর মঞ্চ মাতাতে আসবে র‍্যাপার ও গায়ক করণ আউজলা, তার গানের সঙ্গে পারফর্মেন্স করতে দেখা যাবে দিশা পাটানিকে
  • সব শেষে থাকবে ১৮ তম IPL-এর কেক কাটিং পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো এবং ট্রফি নিয়ে ক্রিকেটারদের ছবি তোলা
  • অনুষ্ঠানে থাকবে শাহরুখ খান সহ তারকাদের মেলা।    

প্রতিবারের মতো এবারেও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে সকল দর্শক। গতবার যেহেতু কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল, তাই জয়ের খেতাব ধরে রাখার লড়াই ও একইসঙ্গে চ্যাম্পিয়নরূপী শাহরুখের সঞ্চালনা আজকে সন্ধ্যার পরিবেশকে এক অন্য মাত্রা দিতে চলেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts