শহুরে ভিড় ঠেলে শীত এসে গিয়েছে ঘরে। বাতাসে বেশ একটা কনকনে ভাব। গরমের পোশাকও বেরিয়ে এসেছে কাবার্ড থেকে। কিন্তু সামান্য রং কি চটে গেছে আপনার প্রিয় সোয়েটারটির? অথবা কেমন একটা তুলো তুলো ভাব কি এসে গেছে? কী করবেন তাহলে? ঘরোয়া উপায়েই রয়েছে এর কিছু সমাধান।
উলেন সোয়েটার ড্রাই ওয়াশ করাই ভালো। কারণ জলে ধোয়ার ফলে বেশিরভাগ উলের কাপড়ের আকার নষ্ট হয়ে যায়। আর যদি ধুতেই হয়, কম ক্ষয়-যুক্ত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
ধোয়ার সময় ডিটারজেন্ট যেন পুরোপুরি জলে মিশে যায়। সোয়েটার জোরে কচলাবেন না। শুকানোর জন্য ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার না করে তার পরিবর্তে তোয়ালেতে পাঁচ মিনিট চেপে ধরে জল বের করে ফেলুন। নিংড়োবেন না। তারপর ছায়ায় শুকোতে দিন।
অনেক দিন অব্যবহারের ফলে জ্যাকেটের জিপার জ্যাম হয়ে যায়। জিপারের চেইনে মোম বা সাবান ঘষে নিলেই জিপার ক্লিয়ার হয়ে যাবে।
শাল-মাফলার-স্কার্ফ আয়রন করার সময় উলটে নিন। এতে রং ভালো থাকবে।
ঠান্ডায় মাথার টুপি অবশ্যই ১৫ দিন পর পর ধুয়ে নিন।
সোয়েটার পুরনো হয়ে গেলে তাতে ববলিং উঠে যায়। তুলো তুলো সেই ববলিং তুলতে হিমশিম খেতে হয়। এগুলো তুলতে রেজার ব্যবহার করুন। ববলিং উঠে যাবে।
শীতেও অনেকে ঘেমে যান। তাই সোয়েটার থেকে ঘামের দুর্গন্ধ দূর করতে ধোয়ার সময় সিকি কাপ সাদা ।ভিনিগার মেশান।
সোয়েটার ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে। এতে হালকা সুগন্ধও থাকবে, সোয়েটারও পরিষ্কার হবে।