Spread the love

অনেক মেয়েদেরই ঠোঁটের উপরে হালকা থেকে বেশি রোম থাকে, যা নির্মূল না করা পর্যন্ত শান্তি হয় না। অথচ আপার লিপ থ্রেডিংয়ের কথা ভাবলেই ভয় হয়। কারণ ঠোঁটের উপরের অংশ এতটাই নরম আর স্পর্শকাতর যে, সামান্য টান পড়লেই প্রচণ্ড ব্যথা লাগে। জ্বালা, লাল হয়ে ফুলে যাওয়া, র‍্যাশ বেরোনোর মতো সমস্যাও হয়। তাই, নিজের জন্য নিজেই বেছে নিন সেরা পদ্ধতিটি।

ওয়্যাক্সিং

হাত বা পায়ের রোম তোলার জন্য ওয়্যাক্সিং যতটা কার্যকর, ঠোঁটের উপরের অংশের রোম তোলার জন্য তা ততটা ফলপ্রসূ নয়। ঠোঁটের উপরের অংশের চামড়া খুব নরম, তাই এই অংশে ওয়্যাক্সিং করা হলে জ্বালা করতে পারে, জায়গাটা ফুলে লাল হয়েও যেতে পারে। আপনার ত্বক সংবেদনশীল বা তৈলাক্ত হলে এই অংশে ফুসকুড়ি বা ব্রণ বেরোনোও স্বাভাবিক। কাজেই ঠোঁটের উপরে ওয়্যাক্সিং একেবারেই করবেন না।

থ্রেডিং

ঠোঁটের উপরের রোম তুলতে থ্রেডিং করতে পারেন। থ্রেডিংয়ের সময় সুতোর উপর চাপ দরকার মতো কমানো-বাড়ানো যায় বলে ব্যথা অত বেশি লাগে না। তবে থ্রেডিং করার পর নতুন করে রোম উঠতেও বেশি সময় লাগে না। তা ছাড়া খুব হালকা হাতে থ্রেডিং না করলে ফোঁড়া বা ফুসকুড়ি বেরোতে পারে। তাই প্রথম থেকেই সাবধান হোন।

লেসার

লেসার প্রয়োগ করে রোম নির্মূল করা যে কোনও ধরনের ত্বকের পক্ষে নিরাপদ আর ঠিকঠাক লেসার করলে পরের দিকে রোমের বৃদ্ধিও অনেকটা কমে যায়। লেসার করলে ব্যথাও লাগে না বললেই চলে। তবে লেসারের ক্ষেত্রে একটাই অসুবিধা, এটা খরচসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts