ঘর সাজানোর জিনিস যতই দোকান থেকে কিনুন না কেন, হাতে বানানো জিনিসের প্রতি ভাললাগা অন্যরকম হয়। নানা গৃহসজ্জার সামগ্রীর মধ্যে ড্রিম ক্যাচার এখন অত্যন্ত জনপ্রিয়। কীভাবে বানাবেন, জেনে নিন-
প্রয়োজনীয় জিনিসঃ
- পছন্দমতো রঙের মোটা সুতো/ উল/ পাটের সুতো/ ম্যাক্রেম দড়ি
- কাঠের/ প্লাস্টিকের গোল ফ্রেম
- সিল্ক সুতো (পছন্দমতো রঙের)
- পালক/ পুঁথি/ চার্মস
- কাঁচি, আঠা, সূঁচ, রিবন ক্লাম্প
বানানোর পদ্ধতিঃ
১। প্রথমে গোল ফ্রেমটি নিয়ে এর যে কোনো একদিকে মোটা সুতো বা উল দিয়ে একটা গিঁট দিন। এবার সুতোটি দিয়ে পুরো ফ্রেম পেঁচিয়ে ফেলুন। শেষ প্রান্তে ভালো করে গিঁট দিয়ে সিকিউর করে নিন। আঠা দিয়ে গিঁটটি আটকে ফেলুন যেন খুলে না যায়।
২। সিল্ক সুতো নিয়ে প্রথমে ফ্রেমের সঙ্গে একটা গিঁট দিন। এবার একটা নির্দিষ্ট দূরত্ব মেপে একবার পেঁচিয়ে নিন। আবারও একই দূরত্ব মেপে পেঁচিয়ে নিন। এভাবে ফ্রেমের সাইজ অনুযায়ী ৬/৮টি বা তার বেশি লুপ তৈরি করতে পারেন। এভাবে পেঁচিয়ে ফ্রেমের সঙ্গে একটি রাউন্ড তৈরি করুন।
৩। একবার পেঁচানো শেষ হলে প্রথম লুপের ভেতর থেকে সুতো ঢুকিয়ে নিন এবং প্রথম লুপের সুতোর সাথে লুপ তৈরি করুন একইভাবে। এভাবে পরের কয়েকটি রাউন্ড তৈরি করুন। জায়গা ছোট হয়ে আসলে সূঁচের সাহায্যে সুতো পেঁচিয়ে নিন। এই পদ্ধতিকে স্পাইডার ওয়েব বা মাকড়সার জাল পদ্ধতি বলে।
৪। প্রতিটি লুপের মাঝে একটি করে পুঁথি ঢোকাতে পারেন। মাঝের গোল ফাঁকা স্পেসে ঝুলিয়ে দিতে পারেন ছোট চার্ম অথবা পালক।
৫। পছন্দমতো দৈর্ঘ্য মেপে নিয়ে কয়েকটি সিল্ক সুতো কেটে নিন। পালকের মাথায় সুতো গিঁট দিয়ে অথবা রিবন ক্লাম্প দিয়ে পালক লাগিয়ে নিন সুতোর এক প্রান্তের সঙ্গে। উপরে পছন্দমতো পুঁথি দিয়ে সাজিয়ে নিন।
৬। পালকসহ সুতোগুলোকে গোল ফ্রেমের সাথে গিঁট দিয়ে আটকে দিন। আঠা দিয়ে গিঁটগুলো শক্ত করে নিন। এগুলোর উপর দিকে সুতো দিয়ে ঝোলানোর জন্য একটি লুপ তৈরি করুন।
ব্যস, তৈরি হয়ে গেলো আকর্ষণীয় একটি ড্রিম ক্যাচার। গোল ফ্রেমের এক সাইডে আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দিতে পারেন আঠা দিয়ে। নিচে আপনার পছন্দমতো পালক ও পুঁথির বদলে সুতোর টার্সেল বা পমপমও লাগাতে পারেন। খুব সহজলভ্য এবং হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন মনের মতো ড্রিম ক্যাচার।