এই তীব্র গরমে আমাদের ত্বকের পাশাপাশি চোখের দিকেও নজর দিতে হবে কারণ, সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখকেও ক্ষতিগ্রস্থ করে, তাই এই সময় বাইরে বেরোলে সানগ্লাস মাস্ট। তবে সব সানগ্লাস সবাইকে মানায় না, তাই ট্রেণ্ডের ঝোঁকে পড়ে ভুল সানগ্লাস বেছে নিলেই ফ্যাশান মাঠে মারা পরে। সেই জন্য জেনে নিন মুখের আকার অনুযায়ী কোন ডিজাইনের সানগ্লাস সবচেয়ে ভালো মানাবে আপনাকে।

গোলাকার মুখঃ
- যাদের মুখের আকার গোল তারা স্কয়ার বা আয়তকার আকৃতির ভ্রু ঢাকা ফ্রেমের সানগ্লাস পড়তে পারেন।
- এছাড়া ক্যাট-আই আকারের সানগ্লাসও ভালো মানাবে মুখে।

লম্বা আকৃতির মুখঃ
লম্বা আকৃতির মুখের জন্য গোল বা ওভাল শেপের সানগ্লাস ভালো মানাবে। তবে মাথায় রাখতে হবে ফ্রেম যেনও খুব ছোটো না হয়।
বর্গাকার মুখঃ
- যাদের মুখের আকার বর্গাকার তাদের বড় মাপের সানগ্লাস ভালো মানায়।
- এছাড়া রাউণ্ড বা ওভাল শেপের ফ্রেমের সানগ্লাস ব্যবহার করতে পারেন।

ডিম্বাকৃতি মুখঃ
- ডিম্বাকৃতি মুখে সব ধরনের ফ্রেম মানায়। তবে ক্যাট আই, অ্যাভিয়েটর, বাটার ফ্লাই সানগ্লাস বেশি ভালো মানায়।
- তবে খেয়াল রাখবেন মুখের তুলনায় ফ্রেমটি বেশি চওড়া না হয়ে যায়।
হার্ট শেপের মুখঃ
- হার্ট বা পান পাতার আকৃতির মুখে গোল আকারের গ্লাস, বা ক্যাট আই, শেপের ফ্রেম ভালো মানাবে।
- এছাড়া টিয়ারড্রপ সানগ্লাস ও ফ্রেমলেস গ্লাসও ব্যবহার করলে মন্দ লাগবে না।

ডায়মন্ড শেপের মুখঃ
- এই শেপের মুখের জন্য ক্যাট আই বা গোলাকার ফ্রেম ভালো মানাবে।
- মাথায় রাখতে হবে সানগ্লাস পরে যেনও চোখের কোল ঢেকে জায়, তাই একটু বড় মাপের ফ্রেম কেনাই ভালো।
ত্রিকোণ আকারের মুখঃ
এই শেপের মুখের জন্য ক্যাট আই ফ্রেমের সানগ্লাস সবচেয়ে মানানসই।
ঠিক এই ভাবে নিজের মুখের গঠন অনুযায়ী সঠিক ফ্রেম বাছাই করে নিলেই এই গরমেও আপনার লুক হবে কুল ও স্টাইলিশ।