Spread the love

রুক্ষ চুল সামলাতে অনেকটা সময় নষ্ট হয়? দামি সালোনে নিয়মিত হাইড্রেটিং স্পা করাতে গেলেও তো অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। নিষ্প্রাণ, বিবর্ণ, ডগাফাটা চুল কীভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না? তা হলে ঢুঁ মারুন আপনার রান্নাঘরে। সেখানেই রয়েছে এমন কিছু জিনিস যা এক নিমেষে আপনার চুলে এনে দেবে আর্দ্রতা এবং সাইনি ও মসৃণভাব।

কলা

পেকে নরম আর কালো হয়ে যাওয়া কলা অনেকেই ফেলে দিতে বাধ্য হন। এবার থেকে আর ফেলবেন না। কারণ ওর মধ্যেই লুকিয়ে রয়েছে চুল আর্দ্র আর ঝলমলে করে তোলার চাবিকাঠি।

চুলের প্রয়োজনমতো কয়েকটা পাকা কলা নিন। ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট করে নিন। তারপর মেখে নিন পুরো চুলে আর স্ক্যাল্পে। বাড়তি আর্দ্রতা চাইলে এতে দুই চা-চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। চুলে মেখে প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হবে। তাই হাতে সময় নিয়ে তবেই এই প্যাকটি মাখবেন। দু’ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন।

অলিভ অয়েল

অলিভ অয়েলের প্রতিটি ফোঁটায় মিশে রয়েছে স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধন। আপনার চুলের জন্যও এ কথা সমান সত্যি। চুলে শ্যাম্পু করার আগে অলিভ অয়েল হালকা গরম করে চুলে আর স্ক্যাল্পে ভালোভাবে মেখে নিন, তারপর গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে মিনিট দশেক রাখুন। তারপর শ্যাম্পু করে নিন, কন্ডিশনার অবশ্যই লাগাবেন।

অ্যাভোকাডো

এই ফলটির দাম একটু বেশি হলেও আমাদের স্বাস্থ্যের জন্য এটি ভীষণ উপকারী। চুলের জন্যও অসামান্য। ফ্যাটি অ্যাসিড, মিনারেল আর বায়োটিনে সমৃদ্ধ অ্যাভোকাডোর নির্যাস চুল নরম আর মসৃণ করে, চুলে এনে দেয় উজ্জ্বলতা। অ্যাভোকাডো অয়েল নিয়মিত ব্যবহার করুন। অ্যাভোকাডো অয়েল না পেলে অ্যাভোকাডো মাস্কও মাখতে পারেন। পাকা অ্যাভোকাডো ব্লেন্ডারে দিয়ে তাতে এক টেবিলচামচ নারকেল তেল আর এক টেবিলচামচ মধু মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিন। পুরো চুলে আর স্ক্যাল্পে সমানভাবে মেখে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত রাখুন, তারপর শ্যাম্পু করে নিন।

Related Posts