Spread the love

নিউ ইয়ার প্রায় এসেই গেল। এই সময়টায় পৃথিবীর সব দেশেই নানারকম আনন্দ-উৎসব চলে। সবাই সাদরে বরণ করে নেয় নতুন বছরকে। পুরোনো সব কিছুকে ফেলেরেখে নতুনের পথে এগিয়ে চলা, তাল মিলিয়ে থাকে নতুন সাজ নতুন পোশাক। কীভাবে সাজবেন? পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখের মেক-আপ কেমন হবে? হদিশ দিল অদ্বিতীয়া।

  • গ্লিটার আইশ্যাডো লুক

আই মেকআপের আগে প্রাইমার লাগিয়ে বেস তৈরি করে নিন। এরপর আপনার পছন্দের বেগুনি এবং গোলাপি রঙের আইশ্যাডো ব্রাশের সাহায্যে লাগিয়ে মিশিয়ে নিন। এবার আপনি গ্লিটার চোখে লাগান। মাস্কারা এবং আই লাইনার দিয়ে গ্লিটার আই মেকআপ লুক সম্পূর্ণ করুন।

  • মেটালিক রেইনবো আই মেকআপ লুক

মেটালিক রেইনবো আই মেকআপের জন্য আপনাকে কিছুটা কষ্ট করতে হবে। প্রথমে চোখের বাইরের কোণে টেপ লাগান। আপনাকে উপরের মতো বেস তৈরি করতে হবে। প্রথমে মেটালিক বেগুনি, সবুজ, গোলাপি, হলুদ আইশ্যাডোর সাহায্যে ক্রিজ তৈরি করুন। আইশ্যাডো হালকা মিশিয়ে নিন। পরে আপনাকে গাঢ় মেটালিক বেগুনি শেড বাইরের দিকে লাগাতে হবে। ন্যুড আইশ্যাডোর সাহায্যে চোখ হাইলাইট করতে পারেন। যদি আপনার কাছে মেটালিক তামা শেড থাকে তাহলে এটি ব্যবহার করুন।

  • রকার মেকআপ লুক

আই মেকআপ লুকের জন্য প্রথমে গাঢ় ধূসর শেড ব্যবহার করুন। এরপর ফ্লাফি আইশ্যাডো ব্রাশের সাহায্যে মিশিয়ে নিন। আপনি বাদামি শেডও ব্রাশের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এবার কালো ম্যাট শেড ব্যবহার করুন যাতে পছন্দের লুক পাওয়া যায়। শেষে কিছুটা কালো শেড নিচের আই ল্যাশ লাইনে লাগান এবং স্মাজ করুন।

  • অরেঞ্জ আইশ্যাডো লুক

নাটকীয় আই মেকআপ লুক চাইলে আপনি কমলা আইশ্যাডোও ব্যবহার করতে পারেন। বিশেষ মেকআপের জন্য আপনাকে প্রথমে চোখের উপর প্রাইমার লাগাতে হবে। এতে মসৃণ পৃষ্ঠ তৈরি হবে। এরপর আপনার পছন্দের কমলা আইশ্যাডো নিন এবং চোখে লাগান। এর জন্য ব্রাশ ব্যবহার করুন যাতে রঙ মিশিয়ে নিতে পারেন। মাস্কারা লাগিয়ে কমলা আই মেকআপ লুক সম্পূর্ণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts