Spread the love

বাগান হোক বা ঘরের বারান্দায় সতেজ ফুল, সবুজ শাক-সবজি অথবা টবে রাখা প্রিয় গাছ দেখতে কার ভালো লাগে না। কিন্তু যখন দেখেন বসন্তের হাওয়া লাগতে না লাগতেই সতেজ গাছগুলো দিনে দিনে বিবর্ণ হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে পোকার আক্রমণ শুরু হয়েছে। তবে বাজার চলতি রাসায়নিক ব্যবহার করলে লাভের লাভ কিছুই হয় না। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ট্রাই করুন কিছু ঘরোয়া টোটকা…

নিম তেল স্প্রে 

এক লিটার জলে ২ চা চামচ নিম তেল ও ১ চা চামচ হ্যান্ডওয়াশ মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় ও কাণ্ডে স্প্রে করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।

রসুন ও মরিচের স্প্রে 

১০ টি রসুনের কোয়া ও ২ টি কাঁচালঙ্কা ব্লেণ্ড করে ১ লিটার জলে মিশিয়ে নিন। এই মিশ্রন ১২ ঘণ্টা রেখে দিন, তারপর ছেঁকে নিন। ছেঁকে নেওয়া জলে আরও ১ লিটার জল ও ১ চা চামচ তরল সাবান মিশিয়ে তৈরি করুন স্প্রে। গাছের পাতা ও কাণ্ডে স্প্রে করুন সপ্তাহে ২ বার ।

হলুদ ও দুধের মিশ্রণ  

আধা চা চামচ হলুদ গুঁড়ো ১ কাপ কাঁচা দুধে মিশিয়ে নিন। এই মিশ্রণ ১ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে সপ্তাহে একবার ব্যবহার করুনহলুদ ও দুধের মিশ্রণ।

জল ও হলুদের মিশ্রণ

১ লিটার জলে ১ প্যাকেট ENO, ১ চা চামচ হলুদ ও হ্যান্ডওয়াশ মিশিয়ে নিন।তারপর এই মিশ্রণটি ছেঁকে নিন।ছেঁকে নেওয়া জলে আরও ১ লিটার জল মিশিয়ে তৈরি করুন মিশ্রণটি। গাছের পাতা ও কাণ্ডে স্প্রে করুন সপ্তাহে ২-৩ বার। 

কাঠের ছাই ছিটানো 

কাঠের ছাই গাছে থাকা বিভিন্ন ধরনের পোকা ও লার্ভা দূর করতে সাহায্য করে। তাই গাছের গোড়ার চারপাশে হালকা করে কাঠের ছাই ছিটিয়ে দিন সপ্তাহে ২-৩ বার।

Related Posts